কনভয় থামিয়ে দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের সাহায্য করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গতকাল ভোপালের ভিআইপি রোড দিয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং। সেই সময় তিনি দেখতে পান, রাস্তার পাশে একটি গাড়ি উলটে পড়ে রয়েছে। এই দেখে কনভয় থামাতে বলেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীদের খোঁজ নেন তিনি। এরপর ঘটনাস্থল থেকে যাওয়ার আগে আধিকারিকদের নির্দেশ দেন যাতে আহতদের চিকিৎসায় কোনও গাফিলতি না থাকে। এই গোটা ঘটনার ভিডিয়ো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিসের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। তা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। (আরও পড়ুন: কেন সুপ্রিম কোর্টে🌄 পিছিয়ে গেল ডিএ মামলা? জানা গেল আসল কারণ, পরবর্তী শুনানি কবে?)
ভিডিয়োতে দেখা গিয়েছে, কনভয়ের সঙ্গে তাখা একটি পাইলট গাড়িতে চেপে দুর্ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুর্ঘটনাস্থলে উলটে যাওয়া এক গাড়ির পাশে এক যুবককে বসে থাকতে দেখা যায়। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সকলকেই নিরাপদে উলটে যাওয়া গাড়ি থেকে বের করা সম্ভব হয়। ভিডিয়োতে দেখা যায়, মাটিতে বসে থাকা যুবকের মাথায় হাত বুলিয়ে দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং। এরপর তাঁকে ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের সঙ্গে কথা বলতেও শোনা যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: রবিতে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, উঠবে ঝড়, বাংলা জুড়ে জারি স🐭তর্কতা)
ভাইরাল ভিডিয়োতে শিবরাজকে বলতে শোনা যায়, 'দুর্ঘটনায় বেশি ব্যথা পেয়ে ওরা? ওদেরকে তাহলে হাসপাতালে নিয়ে যাওয়া হোক।' এরপর শিবরাজ সেই আহত যুবকদের প্রশ্ন করেন যে তাঁরা ভোপালেরই বাসিন্দা কিনা। এরপর দুর্ঘটনাস্থল ছেড়ে নিজের গাড়িত🦹ে ওঠার সময় আধিকারিকদের শিবরাজ নির্দেশ দেন যাতে দ্রুত আহত যুবকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শিবরাজ সেই সময় পরশুরাম জয়🎉ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রায় যোগ দিতে ভোপালের লালঘাঁটিতে অবস্থিত গুফা মন্দিরে যাচ্ছিলেন।