বাজারে লগ্নিকারীরা টাটা গ্রুপের শেয়ারে (Tata Group Stock) বিনিয়োগ করতে চান। তাই এই মুহূর্তে কেউ যদি টাটা গ্রুপের কোনও শেয়ারে বিনিয়োগ করতে চানꦉ, তাহলে টাটা কনজিউমারের (Tata Consumer) শেয়ারে করতে পারেন। কারণ শীঘ্রই সেই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ৯১০ টাকা হয়ে যেতে পারে 🧔বলে মত বিশেষজ্ঞদের।
অধিকাংশের মতে, রিটার্নের ক্ষেত্রে টাটা গ্রুপের শেয়ারের জুড়ি মেলা ভার। বিশেষজ্ঞদের মতে, আপাতত বাজারের ꦿযা পরিস্থিতি, তাতে টাটা কনজিউমারে🌄 বিনিয়োগ করলে লাভবান হবেন লগ্নিকারীরা। ব্রোকারেজ ফার্ম আইসিআইসিআই সিকিউরিটিজের তরফে টাটা কনজিউমারকে (Tata Consumer) ‘Buy’ (কেনার) ট্যাগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মাসে ২০ লাখ টাকা দিয়ে থাকতেন, ৯৮ কোটি টাকায় সেই ফ্ল্যাট কিনলেন♈ Tata-র চেয়ারম্যান
আপাতত টাটা কনজিউমারের প্রতিটি শেয়ারের দাম পড়ছে ৭৬৩ টাকা। সংস্থার ‘টার্গেট প্রাইজ’ ৯১০ টাকা ধরা হয়েছে। অর্থাৎ এখন যদি কেউ বিনিয়োগ করেন, তখন প্রায় ২০ শতাংশের মতো মুনাফা লাভ করবেন। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, মার্চে শে🍌ষ হওয়া ত্রৈমাসিকে ৩,২৩৩.৮ কোটি টাকার লাভ হয়েছে টাট কনজিউমারের। তবে সেটা গত ত্রৈমাসিকের থেকে কিছুটা কম। নয়া ত্রৈমাসিকে কর বাদ দেওয়ার পর ২৮৯.২৪ কোটি টাকার মুনাফা হয়েছে টাটা কনজিউমারের (Tata Consumer)।