স্নেহাশিস রায়
সূচনা শেঠ। কলকাতার মেয়ে। গোয়ার হোটেলে নিজের ছেলেকে খুন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কিন্তু কেন তিনি তাঁর ছেলেকে🌞 খুন করলেন। তবে এবার তদন্তে নয়া মোড়। দোমড়ানো মোচড়ানো টিস্যু পেপারে লেখা একটা নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেটা সূচনারই লেখা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ৬ লাইনের সেই নোটটি সুটকেস থেকে মিলেছে। সেই সুটকেসেই ছিল চার বছরের শিশু চিন্ময়ার দেহ। সেই নোটই কার্যত তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, স্বামী ভেঙ্কট রামনের সঙ্গে ঠিকঠাক সম্পর্ক ছিল না সূচনার। আরꦛ তার জেরেইে এই কাণ্ড!
কিন্তু কী লেখা ছিল সেই নোটে?
সূত্রের খবর,সেই নোটে লেখা হয়েছিল, কোর্ট আর আমার স্বামী আমায় চাপ দিচ্ছে যাতে সন্তানকে তার হেফাজতে রাখা হয়। কিন্তু এটা আমি নিতে পারছি না। কারণ আমার প্রাক্তন স্বামী অত্যন্ত হিংস্র ধরনের। সে বাচ্চাকেও খারাপ সব স্বভাব শেখায়। আমার ভীষণ অপরাধবোধ কাজ করছে। আমি হতাশ। আমি আমার সন্তানকে খুব ভালোবাসি। কিন্তু আমি চাই না ও ওর বাবার সঙ্গে দেখা করুক।
সূত্রের খবর, সূচনা স্বীকার করে নিয়েছে যে তিনি এই ন🐻োটটি লিখেছিলেন। তবে সে বারবারই বলছে তিনি তার ছেলেকে খুন করেননি।
ত𓄧বে গোয়াতে যেখানে ঘটনাটি ঘটেছিল বলে মনে করা হচ্ছে সেখানে সূচ🍌নাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পরে খুনের ঘটনা সম্পর্কে অনেকটা আভাস মিলছে। মূলত ঘটনার পুনর্নির্মাণের জন্য় তাকে নিয়ে যাওয়া হয়েছিল গোয়াতে। এই হোটেলেই সে তার ছেলেকে খুন করেছিল বলে অভিযোগ।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, তিনি দেখিয়েছিলেন, কোথায় তার ছেলে শুয়ে ছিল। সুটকেসটা কোথায় ছিল। কীভাবে তিনি সুটকেসের মধ্য়🐎ে ছেলের মৃতদেহ ভরে ফেললেন।
গত ৮ জানুয়ারি ট্যাক্সিতে চেপে ছেলের দেহ সুটকেসে ভরে তিনি উত্তর গোয়া থেকে বেঙ্গালুরু আসছিলেন𒐪। কিন্তু রাস্তাতেই ও🦂ই ক্যাব চালকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। এরপর তাকে মাঝরাস্তায় দাঁড়াতে বলে। এরপর সূচনাকে গ্রেফতার করা হয়।
ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে সম্ভবত বালিশ বা তোয়ালে চাপা দিয়ে তাকে খুন করা হয়। কিন্তু কেন সেই দেহ সুটকেসে ভরা হল তা নিয়ে সূচনা সরাসরি কিছুဣ জানাতে চায়নি বলে খবর।