নিজের ৪ বছরের পুত্র সন্তানকে খুন করার অভিযোগে গ্রেফতার হয়েছেন বেঙ্গালুরু ভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থার সিইও সূচনা শেঠ। কলকাতা যোগ থাকা এই মহিলাকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছিল। তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় আদালতের তরফ থেকে। এদিকে পুলিশি জেরায় সূচনা নাকি দাবি করেন, নিজের ছেলেকে খুন করার পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। অপরদিকে ময়নাতদন্তে জানা গিয়েছে, সূচনা নিজের ছেলেকে বালিশ চাপা দিয়ে খুন করেছিলেন। এরপরই নাকি নিজের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন সূচনা। সূচনার বাঁ হাতের কব্জিতে একটি গভীর ক্ষত চিহ্নও রয়েছে। রিপোর্ট অনুযায়ী, মাইন্ডফুল এআই ল্যাব নামক সংস্থার প্রতিষ্ঠাতা এই সূচনা। জেরায় এআই সংস্থার সিইও দাবি করেন, ছেলের হেফাজত পাওয়া নিয়ে মামলা চলছিল। নিজের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে চাইছিলেন তিনি। (আরও পড়ুন: CU, রামকৃষ্ণ ꧅মিশনে পড়াশোনা সূไচনার! নিজের ছেলেকে খুন করা এই AI সংস্থার CEO কে?)