ভয়াবহ ঘটনা সুদানে। সেই সঙ্গেই চরম মর্মান্তিক। সুদানের রাজধানী শহর খারতুম। সেখানেই অনাথ আশ্রমের একেবারে নারকীয় পরিস্থিতি। কার্যত ঠাঁই নেই অবস্থা। আর সেখানেই গত ৬ সপ্তাহে অন্তত ৬০জন শিশুর মৃত্যু। যুদ্ধবিদ্ধস্ত সুদানের এই ঘটনা স্বাভাবিকভাবে নজর কেড়েছে অনেকের।সংবাদ সংস্থা এপির রিপোর্ট অনুসারে আল মায়কোমা অর্ফানেজে বেশিরভাগ শিশুরই মৃত্যু হয়েছে খাবারের অভাবে। প্রচন্ড জ্বরে ভুগছিল শিশুগুলি। কিন্তু চিকিৎসার সেভাবে কোনও ব্যবস্থা ছিল না। তারপরই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় অসহায় শিশুরা।এমনকী তিন মাস বয়সি শিশুও ছিল এই অনাথ আশ্রমে। সেই শিশুরও মৃত্যু হয়েছে।অনাথ আশ্রমের কর্মীদের তোলা ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে শিশুদের শরীরগুলি সাদা চাদর দিয়ে একেবারে টাইট করে বাঁধা রয়েছে। অপর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে শুধু ডায়াপার পরে শিশুরা মেঝেতে বসে রয়েছে। অনেকেই কান্নাকাটি করছে।একেবারে মর্মান্তিক অবস্থা। আসলে ওই অনাথ আশ্রমের কাছেই গোলা বর্ষণ হচ্ছিল। সেকারণে শিশুদের পাশের একটি বড় ঘরে এনে রাখা হয়। এখন আশঙ্কা করা হচ্ছে এই হোম থেকে অন্যত্র না সরালে আগামীদিনে আরও শিশুর মৃত্যু হতে পারে।পরিসংখ্যান বলছে এই হোমে নানা বয়সের শিশুরা রয়েছে। সোমবার অন্তত ৩৪১জন শিশু এখানে ছিল। তার মধ্যে ১৬৫জনের বয়স এক বছর থেকে ৬ মাসের মধ্যে। কার্যত ভয়াবহ পরিস্থিতি সুদানে। তার মধ্যে পড়ে গিয়েছে অসহায় শিশুর দল। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুসারে গোলা বর্ষণে অন্তত ১৯জনের প্রাণ গিয়েছে। ১০৬জন আহত হয়েছেন। খারতুম এলাকার ঘটনা।