বাজারে আরও একটি ইনিশিয়াল পাবলিক অফার (IPO)। আজ প্রাইমারি বাজারে আসছে Sula ভিনইয়ার্ডস-এর শেয়ার। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বিডিং খোলা থাকবে। ভারতের বৃহত্তম ওয়াইন উৎপাদনকারী ও বিক্রয়কারী সংস্থা এটি। ভারতে ওয়াইনের বাজার তুলনামূলকভাবে ছোট। তার মধ্যে ꦕপ্রায় একচেটিয়া বাজার রয়েছে সুলা-র। এই অফার থেকে ৯৬০.৩৫ কোটি টাকা তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্থা। পাবলিক ইস্যুর প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি ৩৪০-৩৫৭ টাকা🌃 স্থির করা হয়েছে।
গ্রে মার্কেটে পাবলিক অফারেরও ফল বেশ ইতিবাচক রয়েছে। বাজার পর্যবেক্ষকদের মতে, সুলা ভিনইয়ার্ডস লিমিটেডের শেয়ার আজ গ্রে ম💛ার্কেটে ৩৪ টাকার প্রিমিয়ামে পাওয়া যা🅘চ্ছে।
সুলা ভিনইয়ার্ডস আইপিও-র আকার: আইপিও-তে প্রতি প্রতি লটে ৪২টি করে শেয়ার পাবেন। ন্যূনতম একটি লট কিনতে পারেন। খুচরা বিনিয়োগকারীরা সর্বোচ্চ ১৩টি আইপিও-র জন্য আবেদন করতে পারবেন। আরও পড়ুন: স্রেফ ৮-৯ মাসেই দারুণ মুনাফার সুযোগ? বিনিয়োগ ক🦄রতে চাইলে জানুন বিশেষজ্ঞদের মত
অ্যালটমেন্ট কবে: সম্ভবত আগামী ১৯ ডিসেম্বর ২০২২ শেয়ার অ্যালট করা হবে। এরপর ২২ ডিসেম্বর ২০২২-এ সংস্থার শেয়ার BSE ও NSE-তে লিস্টেড হবে।
সুলা ভিনইয়ার্ডসের ব্যবসাপাতি কেমন?
FY20 থেকে FY22-এর মধ্যে সংস্থার কনসোলিডেটেড রেভেনিউ-তে ৬.৭% CAGR হ্রাস পেয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে কনসোলিডেটেড রেভেনিউ ছিল ৪৫৩.৯ ꧙কোটি টাকা। এই একই সময়ের মধ্যে মোট বিক্রির পরিমাণ ১.৫% CAGR বৃদ্ধি পেয়েছে। সংস্থার মালিকানাধীন ব্র্য🐲ান্ডের ওয়াইনের ব্যবসা ৭.২% CAGR বৃদ্ধি পেয়েছে। এদিকে তাদের অধীনস্থ থার্ড পার্টি ব্র্যান্ডের ব্যবসা এই একই সময়ে ৫৩% CAGR হ্রাস পেয়েছেয
IPO-টা কেমন?
এই বিষয়ে চয়েস ব্রোকিং-এর কথায়, 'এই আইপিওতে বিনিয়োগকারীদের টাকা বাড়ানো ও ভাল ভ্যালুয়েশনের সম্ভাবনা রয়েছে। ভারতের বাজারে ওয়াইন সেভাবে জনপ্রিয় নয়। তবে সেটা বাড়তে হলে তার জন্য যা যা প্রয়োজন, যেমন মাথাপিছু আয় বৃদ্ধির মতো বিষয়গুলি বাড়ছে। এই ওয়াইনের টার্গেট ক্রেতাদের সংখ্যা বাড়ছে। ফলে আমাদের বিশ্বাস, দেশে আপাতত ওয়াইনের বাজার তাত্পর্যপূর্ণভাবে বৃদ্ধি দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। সুলা ভারতের বৃহত্তম ওয়াইন উত্পাদক এবং বিক্রেতা। ফলে দেশে ওয়াইনের বাজারে ভবিষ্যতে আরও বৃদ্ধির সুযোগ রয়েছে। আমরা এই ইস্যুতে Subscribe রেটিং দিচ্ছি।' আরও পড়ুন: Paytm, Zomato, Nykaa-সহ ১০টি জনপ্রিয় কোম্পানির শেয়ার অর্ধেক দাౠমে! কেনা ঠিক হবে?
এমনিতে ভারতে ওয়াইনের বাজার সীমꦑিত। কম-মাঝারি বাজেটে সাধারণত বিয়ার, হুইস্কি, রাম বেশি বিক্রি হয়। তবে সময়ের সঙ্গে মধ্য-উচ্চ মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা বাড়ছে। এমন ক্রেতা যাঁদের পক্ষে খুব বে🧔শি দামের ওয়াইন কেনা সম্ভব নয়। সেই ক্রেতারাই মূলত সুলা-র টার্গেট ক্যাটেগরি। বাজার বিশ্লেষকদের মতে, ভারতে এই মধ্য-উচ্চমধ্যবিত্ত অল্পবয়সী ক্রেতাদের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। ফলে এই ট্রেন্ড কাজে লাগিয়ে সুলারও বৃদ্ধির সুযোগ রয়েছে।