রাজনৈতিক প্রতীক বা রাজনৈতিক দলের নামে ধর্মীয় ছোঁয়া থাকলে সেই দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি মামলায়। সেই মামলায় এবার আবেদনকারীকে 'ধর্মনিরপেক্ষ' হওয়ার ডাক দিল সর্বোচ্চ আদালত। আবেদনকারী নিজের আবেদনে আইইউএমএল, এআইএমআইএম-কে যুক্ত করা হয়েছিল। এই আবহে সুপ্রিম কোর্ট বলে, অন্যান্য ধর্মের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলকেও যেন এই আবেদনে অন্তর্ভুক্ত করা হয়। সর্বোচ্চ আদালত বলে, আবেদন থেকে যেন এটা না মনে হয় যে নির্দিষ্ট কোনও সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে। (আরও পড়ুন: ‘পিএম কেয়ারের ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই’, আদালত❀কে ফের একই কথা 🦩বলল কেন্দ্র)
এর আগে শীর্ষ আদালতে এক মামলাকারী আবেদন জানান, যে সব রাজনৈতিক দলের নাম বাಌ ভোট চিহ্নে ধর্মীয় ছোঁয়া রয়েছে, তাদের নিষিদ্ধ ঘোষণা করা হোক। জানা গিয়েছে, এই মামলা করেছেন সৈয়দ ওয়াজিম রিজভি। বিচারপতি এমআর শাহ ও বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চে শুনানি হয় এই জনস্বার্থ মামলার৷ ধর্মের নাম করে ভোটারদের প্রভাবিত করা ভারতীয় সংবিধানে নিষিদ্ধ। সংবিধানের ২৯এ, ১২৩(৩) ও ১২৩(৩এ) ধারায় রাজনীতির থেকে ধর্মকে দূরে রাখার কথা উল্লেখ রয়েছে। এই আবহে যেসব রাজনৈতিক দল নিজেদের নাম এবং প্রতীকের মাধ্যমে সাংবিধান লঙ্ঘন করছে, তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন ওয়াজিম রিজভি।
আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি ভাঙার প্রতিটি ঘটনাই 'মℱিথ্যা প্রতিশ্রুতি' নয়, ধর্ষণ মামলায় কী জানাল সুপ্রিম♒ কোর্ট
মামলাকারী ওয়াজিম রিজভির আইনজীবী গৌরব ভাটিয়া শীর্ষ আদালতে বলেন, দেশে দুটি রাজনৈতিক দলের নামে 'মুসলিম' শব্দটি রয়েছে। কয়েকটি দল তাদের অফিসিয়াল পতাকায় চাঁদ বা তারার ছবি রেখেছে। এ প্রসঙ্গে এসআর বোম্মাই বনাম কেন্দ্রীয় সরকারের একটি মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের রায়ের কথা উল্লেখ করেছিলেন গৌরব ভাটিয়া। তাঁর কথায়, ‘এই আদালতই বলেছিল যে, ধর্মনিরপেক্ষ༒তা একটি মৌলিক বিষয়।’ এই আবহে, বিষয়টি নিয়ে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের কী মত, তা জানতে নোটিশ জারি করেছিল সুপ্রিম কোর্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup