ভোটের আবহে প্রতিটি রাজনৈতিক দলই নিজের দলের ইস্তাহ💫ারে প্রকাশ করে সেখানে কিছু প্রতিশ্রুতির কথা জানায় জনতার উদ্দেশে। সেই প্রথা নিয়ে উঠেছিল সওয়াল। দেশের শীর্ষ কোর্ট জানিয়ে দিয়েছে যে এই প্রথা দুর্নীতিমূল♛ক নয়। সুপ্রিম কোর্ট বলছে, ভোট সংক্রান্ত বিধি বিধানের আওতায় রাজনৈতিক দলগুলির দলীয় ইস্তাহারে প্রতিশ্রুতি কোনও ‘দুর্নীতিমূলক প্রথা’ নয়।
কর্ণাটকের চামরাজপেট বিধানসভা কেন্দ্রের এক ভোটারের আর্জির প্রেক্ষিতে এই বক্তব্য শোনায় সুপ্রিম কোর্ট। সেই মামলায় কংগ্রেস প্রার্থীর ভোটে জয়কে চ্যালেঞ্জ করা হয়েছিল।🀅 সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং কে ভি বিশ্বনাথন তাঁদের পর্যবেক্ষণ জানান। আবেদনে বলা হয়েছিল, ২০২৩ সালে কর্ণাটকের ভোটে যে ইস্তাহার কংগ্রেস প্রকাশ করেছিল, সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনতাকে আর্থিক সাহায্যের কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে এটি খারাপ নির্বাচনী প্রথা বলে দাবি করে মামলা দﷺায়ের হয়েছিল কোর্টে। মামলা খারিজ করে কোর্ট তার পর্যবেক্ষণ শোনায়। কোর্ট জানায়, এই মামলার পরিস্থিতি ও তথ্যের দিকে বিশদে যাওয়ার দরকার নেই। মামলা খারিজ করে কোর্ট।
( Heatwave Red Alert: তীব্র🙈 তাপপ্রবাহের ‘রেড অ্যালার্ট’ জার🥂ি ৬ জায়গায়, দিল্লি ৫০ ডিগ্রি ছুঁইছুঁই! পূর্বাভাস একনজরে)
( Pak Violated Agreement: বাজপেয়ীর সঙ্গে তাঁ☂র স্বাক্ষরিত '৯৯র চুক্তি ভেঙেছে পাকিস্তানই! বিস্ফোরক স্বীকারোক্তি নওয়াজ শরিফের)