আব্রাহাম থমাস
একটা শিল্প তালুক তৈরির 🧔জন্য় আগ্রাতে প্রায় ৪০০০ গাছ কাটার পরিকল্পনা নেওয়া হয়েছিল। রাজ্য সরকার এই শিল্প তালুক তৈরির উদ্যোগ নিচ্ছিল। তবে এই গাছ কাটার বিষয়টি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি সঞ্জয় 🐽কিষান কৌল ও বিচারপতি🌜 সুধাংশু ধুলিয়ার বেঞ্চ জানিয়েছে, তাজমহল সংলগ্ন এলাকার পরিবেশকে রক্ষা করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তাজ ট্রাপেজিয়াম জোনে গাছ কাটাকে কোনওদিনই আমরা উৎসাহ দিতে পারি না।
প্রসঙ্গত উত্তরপ্রদেশ স্টেট ইনডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে তারা ৪০৮৭টি গাছ ♚কাটতে চান। কারণ সেখানে শিল্পতালুক তৈরি হবে। জায়গাটি যমুনা এক্সপ্রেসওয়ে, ন্যাশানাল হাইওয়ে ১৯ সংলগ্ন এলাকায়। তবে এই আবেদনটি প্রাথমিকভাবে গ্রহণ করেছিল আদালত। কারণ তাজমহল সংলগ্ন এলাকার পরিবেশ যাতে বিঘ্নিত না হয় তার জন্য আদালতের বিশেষ রায় রয়েছে। সেখানে বলা হয়েছিল তাজ সংলগ্ন এলাকায় গাছ কাটতে হলে সেক্ষেত্রে অনুমতি নিতেই হবে।𝓰
এদিকে সরকারের বিভাগ জানিয়েছিল, এই শিল্প তালুকে সরাসরি ৩৭০০০ কর্মসংস্থান হবে। পরোক্ষে আরও ২২০০০ জন কাজ পাবেন। সব মিলিয়ে ৭০,০০০জনের কর্মসংস্থা๊ন হতে পারে🐻। এতে অনেকের সুবিধা হবে আগ্রাতে।
তবে বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, আগ্রাতে এমন শিল্প নেই। কিন্তু আগ্রাতে আবার গাছেরও অভাব রয়েছে। মনে হচ্ছে শিল্প তালুকের কিছু অংশ জঙ্গলের একাংশের হবে। এদিকে সরকারের তরফে বলা হয় প্রতি গাছের জন্য ১০টি করে চারা গাছ বসানো হবে। এমনকী যেখানে জঙ্গল নেই সেখানে ৪০,৮৭০𓃲 গাছ বসানোর পরিকল্পনা করা হয়েছিল।
তবে আদালত জানিয়🥂েছে ཧওই চারা বড় হতে অনেক দিন সময় লাগবে। তাছাড়া গাছ কেটে শিল্প তৈরি করলে পরিবেশের পক্ষে খারাপ প্রভাব পড়তে পারে।
গত ডিসেম্বর মাসে সরকারের কাছে আবেদন জা🧸নিয়েছিল সরকার। এরপর পরিবেশ দফতর সহ সরকারের একাধিক দফতরে আবেদন করেছিল সরকার।স𒁏রকার আবেদনে জানিয়েছিল, বহু বছর আগ্রাতে বিদেশি বিনিয়োগ আসেনি। এবার সেটা আসার সুযোগ এসেছে।