ঐতিহ্যবাহী টাটা গোষ্ঠীর ভরসা। সঙ্গে দুর্দান্ত রিটার্ন। এমনই অবিশ্বাস্য যুগলবন্দী টাটা গ্রুপের ১০টি শেয়ার। অল্প সময়ের মধ্যেই প্রায় ১৪০০% পর্যন্ত রিটার্ন দিয়েছে ඣএই শেয়ারগুলি।
এক সময়ে বিনিয়োগকারীরা টা🥃টা গ্রুপের শেয়ারকেꦍ নিরাপদ মানলেও বড় মুনাফার আশা করতেন না। সেই দিন পাল্টেছে। মাল্টিব্যাগার স্টকের মতোই রিটার্ন দিচ্ছে টাটা গ্রুপের বেশ কিছু শেয়ার।
আর সেই কারণেই, গত বছর এক সাক্ষাত্কারে, রাকেশ ঝুনঝুনওয়ালা টাটা গ্রুপের শেয়ারকে 'ঈশ্বরের আশীর্বাদ' বলেছিলেন। 'বিগ বুল' নিজেই টাটা গ্রুপের বেশ কিছু সংস্থার বিপুল অঙ্কের শেয়ারের মালিক। করেছেন কয়েকশো কোটির মুনাফাও।
আপনিও কি বিনিয়োগের জন্য টাটা গোষ্ঠীর শেয়ার খুঁজছেন? সেক্ষেত্রে আপনার জন্য রইল টাটা গ্রুপের স্টকগুলির একটি তালিকা। এই স্টকগুলি চলতি অর্থবর্ষে বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন🌼 দিয়েছে৷ স্টকগুলি এখনও পর্যন্ত ১০০% এর বেশি বেড়েছে। সম্ভাব্য মাল্টিব্যাগার স্টকের তালিকায় প্রবেশ করতে চলেছে৷ চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।
১. Automotive Stampings and Assemblies Ltd: অটোমোটিꦡভ স্ট্যাম্পিংস অ্যান্ড অ্যাস𒊎েম্বলিস লিমিটেডের স্টক এখনও পর্যন্ত চলতি অর্থবর্ষে ১৩৩৯🗹.৫৩ শতাংশ বেড়েছে। বর্তমানে শেয়ারের দাম ৪৮০.৮০ টাকা। এই একই শেয়ার ৩১ মার্চ ২০২১-এ ৩৩.৪ টাকা কꦚরে ছিল।
২. Tata Teleservices(Maharashtra) Ltd: টাটা টেলিসার্ভিসেস(মহারাষ্ট্র) লিমিটেড অর্থাৎ TTML-এর শেয়ার এখনও পর্যন্ত FY22-এ ১০৮৮.৩ শতাংশ বেড়েছে। ৩১ মার্চ ২০২১-এ শেয়ার প্রতি ১৪.১ টাকা করে ছিল। এরপর সেটা বেড়ে ২৫ ম🐟ার্চ ২০২২-এর মধ্যে তা ১৬৭.৫৫ টাকা হয়ে যায়। এই সময়প🐠র্বে স্টকটি প্রায় ১০৮৮.৩ শতাংশ রিটার্ন দিয়েছে।