২০২১ সালে নিখোঁজ হয়ে গিয়েছিল এক কিশোরী। ১৪ বছর বয়সী সেই কিশোরীর খোঁজ মিলল অবশেষে। অবশেষে তার খোঁজ মিলেছে অন্যের বাড়ির ওয়ার্ডরোবের মধ্য়ে। সে বেঁচে রয়েছে। বর্তমানে সে অন্তঃসত্ত্বা। একটি ওয়ার্ডরোব থেকে তাকে পাওয়া গিয়েছে। আমেরিকার মিশিগানের ঘটনা। মঙ্গলবার তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। স্থানীয় এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তার খোঁজ মিলেছে। তবে অভিযানে নেমে পুলিশকে কিছুটা সমস্যায় পড়তে হয়। ওই বাড়ির লোকজন পুলিশকে জানিয়ে দেয় তেমন কেউ বাড়িতে নেই। এরপর বলে দেয়, পুরো ভুয়ো তথ্য রয়েছে আপনাদের কাছে। ডেপুটি মার্শাল রবার্ট ওয়াটসনকে উদ্ধৃত করে দ্য় মিরর জানিয়েছে, মেয়েটি একেবারে অবসাদে ডুবে রয়েছে। আমাদের দেখে কান্নাকাটি করছিল। কী হচ্ছে সে বুঝতে পারছিল না।ডেট্রয়েট ফ্রি প্রেসকে তিনি জানিয়েছেন, ওরা ভেতরে ঢুকতে দিচ্ছিল না। বাড়ির কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছিল না। সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে বলছিল। বাড়ির দুজন বসে টিভি দেখছিল। তারাও বলছিল মেয়েটির ব্যাপারে কিছুই জানেনা। আর তাদের কাছেই ওয়ার্ডরোব থেকে বের হল মেয়েটি। বাঁধা অবস্থায় ছিল মেয়েটি।তাকে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় সে গর্ভবতী। তবে মেয়ের খোঁজ মেলায় খুশি তার বাবা। এদিকে বাবাকে পেয়ে মেয়েটিও খুব খুশি। সে বার বার বলছে আমি বাবার সঙ্গে থাকতে চাই। পুলিশ জানিয়েছে মেয়েটির বাবা তাকে বাড়ি ফেরানোর জন্য আগ্রহী। তিনি অত্য়ন্ত খুশি। তিনি বার বার বলছেন কীভাবে এতদিন দুঃস্বপ্নের মধ্যে তিনি কাটিয়েছেন। এবার কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন তিনি। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে বাড়ি ফেরাতে হবে। তার ব্যবস্থা করা হবে। মেয়েটিকে বাড়ি ফেরাতে পারলে আমাদের মিশন সম্পূর্ণ হবে। পুলিশের ধারণা মেয়েটি বাড়ি থেকে চলে যাওয়ার পরে মা তার খোঁজ পেয়েছিল। এরপর তিনি মেয়েটিকে একাধিক বাড়িতে রাখতেন। এনিয়ে তদন্ত চলছে। এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup