গত ১৪ বছরের মধ্যে এই প্রথম। এই প্রথম ইনস্ট্যান্ট নুডলসের দাম বৃদ্ধির ব্যাপারে অনুমোদন করল থাইল্য়ান্ড সরকার। সূত্রের খবর, নুডলস প্রস্তুতকারী পাঁচটি কোম্পানি সরকারের কাছে আবেদন জানিয়েছিল এবার তাদের দাম বৃদ্ধির সুযোগ দেওয়া হোক। উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে সেই নির🍌িখেই এই দাম বৃদ্ধির আবেদন করা হয়েছিল। রাশিয়া-ইউক্রꦬেনের যুদ্ধ, বন্য়ার গমের ক্ষেত নষ্ট হওয়া সহ নানা কারণে দাম বৃ্দ্ধির আবেদন করা হয়েছিল।
সংবাদ সংস্থা সূত্রে খবর, রেগুলার সাইজ প্যাকেটে সাত ভাট করে দাম বৃদ্ধির ব্যাপারে অনুমোদন করেছে থাই সরকার। ২৫ অগস্ট থেকে এই নয়া দাম লাগু হচ্ছে। এতদিন পর্যন্ত ব্যাঙ্কক প্রশাসন ইনস্ট্যান্ট নুড♉লসের দাম ৬ ভাটের মধ্যে সীমাবদ্ধ রাখতেন। এদিকে গত কয়েক সপ্তাহে আটার দাম ২০-৩০ শতাংশ বেড়ে গিয়েছে। পাম তেলের দামও প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। থাই প্রিজার্ভড ফুডের এক প্রতিনিধি এমনটাই জানিয়েছেন।
The Guardian পত্রিকায় প্রকাশিত প্রতিবেদಞ♒ন অনুসারে জানা গিয়েছে, জুন মাসে দ্রব্যমূল্যবৃদ্ধি গত ১৪ বছরের নিরিখে সর্বোচ্চ। অত্যাবশ্যকীয় পণ্য⛄ের যেন🌠 দাম না বাড়ে সেব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছে সরকার।
ডিম, রান্নার তেল, নুডলসের দাম যাতে না বাড়ে সেব্যাপারে চেষ্টা চালাচ্ছে সরকার। তবে মামা, ওয়াই-ওয়াই,♎ ইয়াম-ইয়াম, নিসিন ও সুইস🍒্যাট কোম্পানির তরফে সরকারের কাছে যৌথ চিঠি দিয়ে ৮ ভাট করে দাম বৃদ্ধির ব্যাপারে আবেদন করা হয়েছিল। তবে জাপান, সাউথ কোরিয়াতে আগেই নুডলসের দাম বেড়েছিল।