ভারত প🃏াক সম্পর্কে টানাপোড়েন প্রথম থেকেই। তাই দুই দেশের সীমান্তে বহাল থাকা সীমান্তরক্ষী বাহিনী একে অপরকে শত্রু হিসেবেই দেখেন। তব🍒ে আলোর উৎসবে সেই শত্রুতাকে দূরে সরিয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে সৌহার্দ্য এবং আনন্দ বিনিময় করলেন দুই দেশের সীমান্তে বহাল থাকা সেনা জওয়ানরা। সোমবার দীপাবলির উৎসবে এমনটাই দেখা গেল ভারত পাকিস্তানের জম্মু সীমান্তে।
আজই দীপাবলি, যাঁরা দূরে আছেন, তাঁ💧দের পাঠিয়ে দিন শুভ দিনের শুভেচ্ছাবার্তা
বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং পাকিস্তান রেঞ্জার্স গতকাল জম্মু অঞ্চলে ১৯৮ কিলোমিটার দীর্ঘ ভারত-পাকিস্তান আন্তর্জাতি✃ক সীমান্তের বিভ🌃িন্ন পয়েন্টে মিষ্টি এবং আনন্দ বিনিময় করেছেন। বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা পাকিস্তান রেঞ্জার্সকে মিষ্টি উপহার দিয়েছে। পরিবর্তে তারাও মিষ্টি দিয়েছে। সাম্বা, কাঠুয়া, আরএস পুরা এবং আখনুর সীমান্তের পয়েন্টে মিষ্টি বিনিময় করা হয়েছিল বলে তিনি জানান। বিএসএফ কর্তা জানান, ভারত সীমান্তে শান্তিপূর্ণ এবং অনুকূল পরিবেশ তৈরিতে সর্বদা এগিয়ে রয়েছে।
বিভিন্ন উৎসবে মিষ্টি বিন🅷িময়ের মূল লক্ষ্য হল দুই দেশের বাহিনীর মধ্যে সীমান্তে শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। প্রসঙ্গত, শুধু দীপাবলি নয় ঈদ-হোলির মতো উৎসবের দিনগুলিতে সীমান্তের এই চিত্র চিরন্তন। এবারও তার ব্যতিক্রম ঘটল না।
এদিকে, গত ২৫ আগস্ট সাম্বাতে বিএসএফ জওয়ানদের গুলিতে আহত হয়েছে এক পাক চোরাচালানকারী। জানা গিয়েছে, ওই চোরাচালানকারী বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। তার ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকাছ থেকে ৮ কেজি হেরোইন উদ্ধার করেছিল বিএসএফ।