৭১টি মোবাইল নিয়ে বেপাত্তা গাজিয়াবাদের একটি সংস্থার ডেলিভারি বয়। সংস্থাটি ফ্লিপকার্টের পণ্য ডেꦚলিভারি করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাইটিং লজিস্টিক নামে ওই সংস্থা এরিয়া ম্যানেজার বিপিন কুমার রাঠোর বুধবার রাতে ইন্দিরাপুর থানায় এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। তার পরই এই ঘটনা প্রকাশ্যে আসে।
সংস্থ♋ার এক আধিকারিক দৈনিক ভাস্করকে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম দীপক কুমার। সে ৭১টি মোবাইল নিয়ে ডেলিভারির জন্য বের হয়। কিন্তু একটি সে গ্রাহকের কাছে 🐠পৌঁছে দেয়নি।
থানায় অভিযোগ দায়ের হয়েছে জেনে সে এরিয়া ম্যানেজার র🍌াঠোরের সঙ্গে যোগাযোগ করে। তাঁকে খুনেরও হুমকি দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ডেলিভারি বয়ের খোঁজ চলছে।
(পড়তে পারেন। যাত্রী সুরক্ষায় শহরতলির স্টেশনগুলিতে বসছে ফ✨েস রিকগনিশন ক্যামেরা)
(পড়তে পারেন। সেনার স্বর্ণপদকজয়ী দ💛ৌড♐়বীর হয়ে গিয়েছেন অস্ত্র মাফিয়া)
প্রসঙ্গত, অনুরূপ একটি ঘটনায় দিল্লি পুলিশ গত মাসে মোবাইল ফোন চুরি চকꦗ্র ফাঁস করে। যারা ভারতে মোবাইল চুরি করে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে পাচার করত। এই চক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে দুজনকে দিল্লি থেকে এবং একজন পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে পুলিশ। ১১২ টি মোবাইল ফোন উদ্ধার হয়।
(পড়তে পারেন। UP-র এই সংস্থার ওষ꧂ুধ খেয়েই নাক♌ি মৃত ৬৫ শিশু! সেই কারখানাই ফের খুলে দিল সরকার)
পুলিশের মতে, এই চক্রটি প্ꦬরায় ৪.৫ কোটি টাকা মূল্যের ২০০০টিরও বেশি ফোন পাচার করেছিল। পুলিশ অভিযুক🌃্ত ব্যক্তিদের কাছ থেকে একটি বাইকও বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রিমিয়াম ফোনগুলির মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।