কলকাতা হাই কোর্টের বিচারপতি পদে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় এবং শাক্য সেনকে দ্রুত নিয়োগ করার জন্য ফের একবার কেন্দ্রকে সুপারিশ পাঠাল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ১৭ ডিসেম্বর হাই কোর্টের ওই দুই আইনজীবীর নাম বিচারপতি হিসেবে সুপারিশ করা হয়েছিল। এরপর ২০১৯ সালে ২৪ জুলাই সুপ্রিম কোর্টের তরফে কলেজিয়ামের তরফে ওই সুপারিশে অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সেই সুপারিশ অনুযায়ী এই দুই আইনজীবীকে বিচারপতি হিসেবে নিয়োগ করেনি কেন্দ্র। কিন্তু আইন মন্ত্রক দু’জনের নামই ফেরত পাঠায়। কলেজিয়াম ফের ২০২১ সালের ১ সেপ্টেম্বর অমিতেশের নাম সুপারিশ করে। তা ফের ফিরিয়ে দেওয়া হয়। এই আবহে ফের একবার কেন্দ্রের কাছে অমিতেশ বন্দ্যোপাধ্যায় এবং শাক্য সেনের নাম ফেরত পাঠাল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। পাশাপাশি সুপ্রিম কলেজিয়ামের স্পষ্ট বক্তব্য, এভাবে কেন্দ্র বারবার সুপারিশ ফেরত পাঠাতে পারে না। (আরও পড়ুন: টাকার বিনিময়ে PIL মামলায় কলকাতা পুলিশ, ব্যবসায়ীর বিরুদ্ধে FIR ꦰকরল সিবিআই)