রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে রামের কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী কারণে ক্ষমা চাইছেন রামের থেকে, সেটাও ব্যাখ্যা করেছেন। গর্ভগৃ𓄧হে যাবতীয় রীতিনীতি পালনের পরে অযোধ্যার রামমন্দিরের সামনের অনুষ্ঠানমঞ্চ থেকে মোদী বলেন, ‘আমি ভগবান রামের থেকে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমাদের তপস্যায় কিছুটা তো খামতি থেকে গিয়েছিল। (তাই) আমরা এতদিন ধরে এটা (রামমন্দির) করতে পারিনি। এখন অবশ্য কাজ শেষ হয়ে গিয়েছে। আমি নিশ্চিত যে প্রভু রাম অবশ্যই আমাদের ক্ষমা করবেন।’
অযোধ্যার সভা থেকে মোদী কী কী বললেন?
১) মোদী: রাম ভারতের আস꧑্থা। রাম ভারতের আধার। রাম ভারতের বিচার। রাম ভারতের বিধান। রাম ভারতের চেতনা। রাম ভারতের চিন্তন। রাম ভারতের প্রতিষ্ঠা। রাম ভারতের প্রতাপ। রাম প্রবাহ । রাম নিত্য়তা। রাম নিরন্তরতা। রাম ব্যাপক। রাম বিশ্বাস। রাম বিশ্ব আত্মা। এই কারণে রামের প্রতিষ্ঠা যখন হয় তখন শুধু বছর বা শতাব্দী ধরে নয়, তাঁর প্রভাব হাজার বছর ধরে হয়।
২)ꦬ মোদী: রাম আগুন নন, রাম হলে শক্তির উৎস। রাম হলেন শক্তি। রাম বিবাদ নয়, রাম সমাধান। রাম শুধ༒ু আমাদের নন। রাম সকলের। রাম শুধু বর্তমানের নয়, রাম চিরন্তন।
৩) মোদী: রামমন্দির প্রতিষ্ঠারไ আগে অনেকেই বলতেন আগুন ꧃লেগে যাবে। কিন্তু রাম আগুন নন, রাম হলেন শক্তি।
আরও পড়ুন: Ayodhya Ram Mandir: 'প্রাণপ্রতিষ্ঠা' কী? রাম মন্দিরের অনুষ𝔉্ঠান সম্পর্কে এই কথাগুলি না জানলেই নয়
৪) মোদী: আজ 𒅌আমাদের রাম এসে গিয়েছেন। শতকের পর শতক🌱ের প্রতীক্ষার পরে আমাদের রাম এসে গিয়েছেন। শতকের পর শতকের ধৈর্য, তপস্যা, অধ্যাবসায়ের পরে আমাদের প্রভু রাম এসে গিয়েছেন।
৫) মোদী: অনেক কিছু বলার আগে। কিন্তু গলা ধরে আসছে। শরীর এখনও উদ্বেলিত হয়ে আছে। চিত্ত এখনও এই ম💟ুহূর্তে ডুবে👍 আছে। আমাদের রামলালা আর তাঁবুতে থাকবেন না। আমাদের রামলালা এবার মন্দিরে থাকবেন।
৬) মোদী: ২০২৪ সালের ২২ জানুয়ারির এই সূর্য একটা অদ্ভুত আভা নিয়ে এসেছে। ২০২৪ সালের ২২ জানুয়ারি স্রেফ ক্যালেন্ডারের তারিখ নয়। এটা একটা যুগের সূচনা। আজ আমরা মন্দির পেয়েছি।’ সঙ্গে ত𒆙িনি যোগ করেন, আজ থেকে ১,০০ꦆ০ বছর পরেও মানুষ আজকের দিনটার কথা বলবেন। আর যাঁরা নিজেদের চোখে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তের সাক্ষী থাকছেন, তাঁরা অত্যন্ত ভাগ্যবান।
আরও পড়ুন: Ayodhya: আমি মুসলিম… অযোধ্য়ায় খননের সময়ই দেখেছিলাম হিন্দু প্রতীক, সত্যে অবিচল প্রাওক্তন ASI অফি❀সার