দেশজুড়ে চলেছে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ। প্রতিদিন বাড়ছে Covಌid-19 এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মাঝ𒅌ে সংক্রমণ মুক্ত হল দেশের দুই রাজ্য।
শনিবার নিজেকে করোনা মুক্ত ঘোষণা করেছিল গোয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গোয়াতে মোট সাত জন করোনাভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। চিকিৎসার পরে তাঁরা সকলেই 🎶সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং টুইটারে জানিয়েছেন, রাজ্যে যে দুই করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল, চিকিৎসার পরে তাঁরা সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পরীক্ষায় তাঁদের নমুনা নেগেটিভ প্রমাণ𒉰িত হয়েছে।
এঁদের মধ্যে প্রথম যে মহিলার শরীরে সংক্রমণ ধরা পড়ে, তিনি ব্রিটেন থেকে ফিরেছিলেন। দ্বিতীয় রোগী দিল্𝐆লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে ফিরেছিলেন বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, করোন𒊎ামুক্ত হওয়ায় গোয়া ও মণিপুরে লকডাউন বিথি শিথিল করতে পারে রাজ্য প🤪্রশাসন।
এই দুই রাজ্য ছাড়া নাগাল্যান্ড থেকে এখনও পর্যন্ত কোনও করোনাভাইরাস আক্রান🐲্তের খবর পাওয়া যায়নি।