State Bank of India Shares: জুন ২০২২-এর সময় থেকেই ক্রমেই বাড়ছে ভারতীয় স্টেট ব্যাঙ্কের শেয়ার। চলতি বছরে(YTD) এখনও পর্যন্ত প্রায় ৩০% রিটার্ন দিয়েছে SBI-এর শেয়ার। বিশেষজ্ঞদের ধারণা আরও চড়তে পারে এই শেয়ার। আর তা হবে না-ই বা কেন। বর্তমানে দেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান ভারতীয় স্টেট ব্যাঙ্ক। SBI-এর দুর্দান্ত আয়ের রিপোর্টই নজর কেড়েছে শেয়ার বাজার বিনিয়োগকারীদের।
SBI-এর দাম বৃহস্পতিবার তার সর্বকালের সর্বোচ্চ ৬২৯.৫৫ টাকা ছুঁয়ে ফেলে। গত ৬ মাসে এই PSU ব্যাঙ্কের শেয়ারের𝔉 দাম ৪৩৫ টাকা থেকে ✅বেড়ে ৬৩০ টাকার স্তরে পৌঁছে গিয়েছে। খুব কম সময়ের মধ্যেই প্রায় ৪৫% রিটার্ন পেয়েছেন অনেকে।
স্টক মার্কেট বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান সুদের হারের কারণে ব্যাঙ্কের আমানতে আগের তুলনায় বেশি রিটার্ন পাচ্ছেন গ্রাহকরা। ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক ব্যাঙ্কে আমানত করছেন। এর ফলে ব্যাঙ্কের ক্যাশ ফ্লো বৃদ্ধি পাচ্ছে। এদিকে ঋণ প্রদানের পরিমাণও বেড়েই চলেছে। তাতেও বেড়েছে সুদ। সব মিলিয়ে ব্যাঙ্কের ব্যবসা এখন বেশ আদর্শ পর্যায়ে রয়েছে। শেয়ার বাজারে দিনের শেষে কোনও সংস্থার ব্যবসায়িক রিপোর্টই মূল প্রভাব ফেলে। আর SBI-এর শেয়ার সেই বিষয়টিই আরও একবার প্রমাণ করে দিল। পড়ুন: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SB♔I! আপনার কত লাভ হবে? দেখে নিন
২০২২-২৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বাজিমাত করেছে SBI। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো আদ্যোপান্ত ব্যবসায়িক সংস্থাকেও টেক্কা দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের একত্রিত নেট আয়(consolidated net income) ১৪,৭৫২ কোটি টাকা। এদিকে এই একই সময়পর্বে মুকেশ আম্বানির সংস্থার নেট আয় ১৩,৬৫৬ কোটি টাকা। বিশ্বের অন্যতম বড় সংস্থাকেও টেক্কা দিয়েছে এসবিআই। স্টেট ব্যাঙ্কের এই সাফল্য যে কর্মী ও গ্রাহকদের গর্বের বিষয়, তা বলাই বাহুল্য। স্টেট♓ ব্যাঙ্কের দুর্দান্ত আয়ের রিপোর্টের সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে💫।
আসন্ন ত্রৈমাসিকেও স্টেট ব্যাঙ্ক তার এই দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখবে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই স্টেট ব্যাঙ্কের শেয়ারে দীর্ঘমেয়াদে খেলার পরামর্শ দিচ্ছেন বাজার বিশ🍬েষজ্ঞরা। অনেকেই এই শেয়ারকে 'পোর্টফোলিও স্টক'-এর ট্যাগ দিচ্ছেন। তাঁদের মতে, বর্তমান শেয়ারহোল্ডার এবং নতুন বিনিয়োগকারীদের পরবর্তী এক-দুই বছর এই স্টক ধরে রাখা উচিত। চোখ রাখতে হবে গ্রাফ ও সংস্থার প্রতি ত্রৈমাসিকের রিপোর্টের দিকে।
SBI-এর শেয়ারের দামের ক্রমাগত বৃদ্ধির কারণ কী? এর উত্তর দি🔯লেন SMC গ্লোবা꧟ল সিকিউরিটিজের বাজার বিশ্লেষক সৌরভ জৈন। তিনি জানালেন, 'SBI-এর শেয়ার এখন দারুণ ভ্যালু দিচ্ছে। ক্রেডিট ডিপোডিট অনুপাত ১০০-র উপরে। এটি যেকোনও ব্যাঙ্কিং স্টকের জন্যই সুলক্ষণ। এছাড়াও, SBI এবং অন্যান্য ব্যাঙ্কে সুদের হার বৃদ্ধির ফলেও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে তাদের মার্জিনে উন্নতি হবে। তাই স্টকটি আপট্রেন্ডে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি একটি ভাল মানের পোর্টফোলিও স্টক হিসাবে বিবেচনা করা হচ্ছে। তাই এটি কেনা যেতেই পারে।' এক থেকে দুই বছরের মেয়াদ মাথায় রেখে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ।
SBI-এর শেয়ার কেনার ক্ষেত্রে 'গেমপ্ল্যান' কী হওয়া উচিত?
চয়েস ব্রোকিং-এর সুমিত বাগাদিয়া বললেন, 'এসবিআই-এর শেয়ারে ৬০০ টাকার স্তরে ভাল সাপোর্ট রয়েছে। স্বল্প মেয়াদে এটি ৬৪০ পর্যন্ত যাবে বলে মনে করা হচ্ছে। সুতরাং, যাঁদের কাছে ইতিমধ্যেই এই শেয়ার আছে, তাঁরা স্টপ লস ৫৮০-এ ধরে রাখুন। নতুন বিনিয়োগকারীরা ৬২৫-৬৪০ টাকার তাৎক্ষণিক লক্ষ্যমাত্রা রাখতে পারেন। ৫৮০ টাকায় স্টপ লস রেখে বর্তমান দরে কেনা যেতে পারে। যতক্ষণ শেয়ারের দাম ৬০০ টাকার উপরে থাকছে, ততক্ষণ✅ নতুন বিনিয়োগকারীরা শেয়ার কিনতে পারেন।'
বিঃ দ্রঃ- শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ ও আপডেট মাত্র। এগুলি স্বাধীন বিশেষজ্ঞদের পরামর্শ। সম্পাদকীয় বিনিয়োগ সুপারিশ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই খতিয়ে দেখে সিদ্ধান্ত নিন।