সিপিএম-এর পলিটব্যুরো মানেই পাকা চুল। 𓃲এই ধারণা এবার ভাঙতে চলেছে। বর্তমান প্রজন্মের মন জয়ের লক্ষ্যে তারুণ্যকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে চাইছে বামপন্থী এই দলটি। আর তাই ৭৫ ঊর্ধ্বদের দলীয় কমিটি থেকে ছাঁটতে চলেছে সিপিএম। কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর জেরে এবারে পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন বিমান বসু থেকে হান্নান মোল্লারা।
রবিবার শেষ হয় তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক। 🎀করোনা আবহে ভার্চুয়ালি এই বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই ৭৫ ঊর্ধ্বদের কমিটি থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনা হয়। নবীনদের সু꧋যোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সিপিএম। জানা গিয়েছে আগামী বছর কেরলের কান্নুরে অনুষ্ঠিত হতে চলা পার্টি কংগ্রেসে এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে।
অবশ্য দলে তারুণ্য আমদানি করার ভাবনা এই প্রথম নয়। এর আগেও কথা হয়েছিল বৃদ্ধদের সরিয়ে তরুণদের আনার বিষয়ে। এক সময়ে রা♕জ্য কমিটির বৈঠকে এই প্রস্তাব পেশ করেছিলেন সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি তাঁর আরও দাবি ছিল, ৭৫ বছরের কম বয়সীদের মধ্যে যাঁদের শারীরিক অবস্থা ভালো না, তাঁদেরও স্বেচ্ছায় কমিটি ত্যাগ করা উচিত। তবে সেই প্রস্তাবের পর অনুষ্ঠিত হওয়া দলের ২২তম কংগ্রেসে অনুমোদন পায়নি এই ভাবনা। তবে এবারের পরিস্থিতি আলাদা। কেরল ছাড়া বাকি সব রাজ্যে প্রায় শন্য। দেওয়ালে পিঠ ঠেকেছে দলের। তাই সময়োপোযোগী হয়ে ওঠার লক্ষ্যে বাস্তবসম্মত এই পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটিতেই। তরুণ মুখকে তুলে আনতে এহেন সাহসী পদক্ষেপ নিতে চলেছে সিপিএম।