শামশাবাদে তরুণী পশু চিকিত্সককে গণধর্ষণের পরে পুড়িয়ে খুনের ♌ঘটনায় কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড হলেন এক সাব-ইন্সপেক্টর-সহ তিন পুলিশকর্মী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ নথিবদ্ধ করতে ঢিলেমির অভিযোগ উঠেছে।
সাইবারাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনার জানিয়েছেন, কর্তব্যে অবহেলা করার অভিযোগেই ওই তিন পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। শনিবার রাতে কমিশনারের দফতর থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বিভাগীয় তদন্তে জানা গিয়েছে যে ২৭ নভেম্বর রাতে তরুণী পশু চিকিত্সকের নিখোঁজ হওয়ার আবেদনের জেরে এফআইআর দা❀য়ের করতে দেরি করেন অভিযুক্ত তিন পুলিশকর্মী।
কমিশনারের দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ঘটনায় অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে শামশ𝔍াবাদ থানার সাব-ইন্সপেক্টর এম রবি কুমার এবং রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থানার দুই হেড কনস্টেবল পি বেণু🐬গোপাল রেড্ডি ও এ সত্যনারায়ণ গৌড়কে।
আরও পড়ুন: মহিলা পশু চিকিত্সকের পরে হায়দরাবাদে উদ্ধার আরও এক মহিলার দগ্ধ দেহ
পুলিশ কমিশনার ভি সি সজ্জনার জানিয়েছেন, ‘সাইবারাবাদ পুলিশের সমস্ত আধিকারিককে এক্তিয়ার নির্বিচারে যে কোনও গুর𝄹ুত্বপুর্ণ অভিযোগ থানায় নথিবদ্ধ করার জন্য আবার নির্দেশ দেওয়া হয়েছে।’