আজ বাংলার ৬ বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হল। এর মধ্যে থেকে ৫টি আসনে এর আগে জয়ী হয়েছিল তৃণমূল। আর মাদারিহাট আসনিট ছিল বিজেপির দখলে। তবে সেই আস বিজেপির থেকে ছিনিয়ে নিয়ে ৬-০ ব্যবধানে বাংলার উপনির্বাচনে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। এদিকে বাংলার পাশাপাশি আরও একাধিক রাজ্যের বিধানসভা আসনে নির্বাচন হয়েছিল সম্প্রতি। সেই সব আসনেরও ফল আজ প্রকাশিত হল। বাংলার পাশাপাশি মেঘালয় বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। এখন সেই রাজ্যে তৃণমূলই প্রধান বিরোধী দলনেতা। তবে সেই আসনে লড়াই দিলেও জিততে পারেনি তৃণমূল। তবে দলের র্মীদের তাও অভিনন্দর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (আরও পড়ুন: বাংলায় ধরাশায়ী, অন্য রাজ্যগুলিতে ಞমুখরক্ষা বামেদের, কোথায় উড়ল লাল ঝান্ডা?)
আরও পড়ুন: বাংলায় মমতার গদি বাঁচিয়েছিলেন প্রশান্ত কিশ❀োর, বিহারে সেই PK-র দল কেমন ফল করল?
উল্লেখ্য, মেঘলায়ের গামবেগরে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি। আজ নির্বাচন কমিশন এই কেন্দ্রের ফল প্রকাশ করতে দেখা যায়, ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীর কাছে হেরে গিয়েছেন তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বী করা সাধীরানি এম সাংমা। উল্লেখ্য, এই আসনে এনপিপির টিকিটে লড়েছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার স্ত্রী মেহতাব চান্ডি আগিটক সাংমা। এদিকে এই আসনে এনপিপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল বিজেপিও। তবে তারা সেভাবে দাগ কাটতে পারেনি এখানে। বরং এনপিপি বিরোধী ভোটে ভাগ বসিয়ে তৃতীয় হয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, এই রাজ্যে কংগ্রেসকে ভাঙিয়েই নিজেদের অস্তিত্ব স্থাপন করেছিল তৃণমূল। (আরও পড়ুন: RSS-এর 'জাদুকাঠিতে' ঘ🧔ুরে দাঁড়াল BJP? ফল সামনে আসতেই জোর 🅘চর্চা মহারাষ্ট্রে)
আরও পড়ুন: মহারাষ্ট্রে প🀅িছিয়ে পড়তেই বিস্ফোরক উদ্ধবের দলের নেতা, আদানিকে তুললেন কাঠগড়ায়