Corona Vaccine নেওয়া থাকলে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) মিলবে অতিরিক্ত হারে সুদ। এমনই অভিনব ঘোষণা করল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of Ind💧ia)। অতিরিক্ত ২৫ ব♔েসিস পয়েন্ট হারে সুদ পাবেন টিকা গ্রহণকারীরা।
নয়া স্কিমটির নাম ইমিউন ইন্ডিয়া ডিপোজিট স্কিম (Immune India Deposit Scheme)। এই স্কিমটির ♑ম্যাচিওর হতে ১,১১১ দিন সময় লাগবে। সিনিয়র সিটিজেনদের জন্যও রয়েছে অতিরিক্ত সুদ।
'করোনা (Covid-19) পরিস্থিতিতে টিকা নিতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে এই নতুন বিনিয়োগ স্কিম,' টুইট করে জানিয়েছে ꧟সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আমজনতার মধ্যে যাতে করোনা টিকার বিষয়ে উত্সাহ বৃদ্ধি পায়, তার জন্যই এমন অভিনব পন্থা। অর্থাৎ করোনা টিকা নেওয়ার প্রমাণ দেখালেই মিলবে এই নয়া স্কিমে বিনিয়োগের সুযোগ। গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ। এই পর্যায়ে টিকা দেওয়া হচ্ছে ৪৫ এবং তার থেকে 🅘বেশি বয়স্ক মানু꧋ষদের।