শেয়ার বাজারে মুনাফা করা ধৈর্য্যের বিষয়। কিন্তু কম সময়ের জন্যও বিনিয়োগ করেন অনেকে। তাঁদের জন্যই সাম্প্রতিক ৫টি সম্ভাবনাময় শেয়ারের পরামর্শ দিলেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা। এক নজরে দেখে নিন কোন কোন শেয়ারে নজর রাখতে বলছেন তাঁরা।ভোল্টাস লিমিটেডVoltas-এর এর বর্তমান বাজার মূল্য হল ৯৬৮.৩০ টাকা। বিএনপি পরিবাসের মতে, আপাতত শেয়ারটি হোল্ড করা যেতে পারে। স্বল্প মেয়াদে ১,০৭০ টাকার টার্গেট প্রাইস রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।শোভা লিমিটেডজে এম ফিন্যান্সিয়ালের মতে বর্তমান ৬২৩.০৫ টাকার বাজার দরে শোভা লিমিটেড শেয়ারটি কেনা যেতে পারে। শোভা লিমিটেড একটি রিয়েল এস্টেট সংস্থা। এর বাজার মূলধন ৫,৮৯৬ কোটি টাকা।ওবেরয় রিয়েলিটিবর্তমানে ওবেরয় রিয়েলিটির শেয়ারের দাম ৭৯৩.০৫ টাকা। টার্গেট প্রাইস ১,০০৫ টাকা। সংস্থার বাজার মূলধন ২৮ হাজার কোটি টাকারও বেশি।পলিক্যাব ইন্ডিয়াবিএনপি পরিবাসের মতে, এই শেয়ারটি কেনা যেতে পারে। বর্তমানে পলিক্যাব ইন্ডিয়ার শেয়ারের দাম ২,২৫৩.৭৫ টাকা। টার্গেট প্রাইস রাখা হয়েছে ২,৩৩৫ টাকা করে।প্রেস্টিজ এস্টেটসবর্তমানে প্রেস্টিজ এস্টেটসের শেয়ারের দাম ৪১৬.১ টাকা করে। আগামিদিনে এতে ৫৯৫ টাকার টার্গেট প্রাইস রাখার পরামর্শ দিচ্ছে বিএনপি পরিবাস। দ্রষ্টব্য: শেয়ার বাজার সংক্রান্ত পরামর্শ স্বাধীন বিশেষজ্ঞদের। সম্পাদকের মতামত নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিসম্পন্ন। বিনিয়োগের আগে সমস্ত ঝুঁকি পর্যালোচনা করুন।