এখনও রয়েছে করোনা, পেট্রোলের দাম বৃদ্ধি ইত্যাদির চোখ রাঙানি। তবে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে গাড়ি প্রস্ততকারক সংস্থাগুলি। মার্চেই লঞ্চ হচ্ছে নামীদামি ব্র্যান্ডের একাধিক গাড়ি।Ford EcoSport SE: সংস্থার তরফে এখনও Ford EcoSport SE-র লঞ্চের বিষয়ে কিছু জানায়নি। তবে, ডিলারদের মতে চলতি মাসেই হবে লঞ্চ। জনপ্রিয় ডিজাইনের ফোর্ড ইকোস্পোর্টের লেটেস্ট ভার্সানটি বেশ খানিকটা ফেসলিফ্ট করা হয়েছে। নতুন ডিজাইন কেমন হয়, তা দেখা যাবে চলতি মাসেই।Mercedes-Benz A-Class Limousine: ভারতে মার্সিডিজ বেঞ্জে অন্যতম জনপ্রিয় মডেল CLA । এবার সেই মডেলের বদলে লঞ্চ হচ্ছে Mercedes-Benz A-Class Limousine । আগামী ২৫ মার্চ বাজারে আসবে Mercedes-Benz A-Class Limousine ।BMW M340i: আগামী ১০ মার্চ ভারতে প্রকাশিত হতে চলেছে BMW M340i । থাকছে 387 bhp-র 3.0 লিটার ইঞ্জিন। দেশের এন্ট্রি লেভেল স্পোর্টসকার হিসাবে এম সিরিজে এটি একটি নতুন পালক।BMW M340i-এর দাম ৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।New Jeep Wrangler অ্যাসেম্বেলড ইন ইন্ডিয়া। হ্যাঁ, জিপের নতুন Wrangler অ্যাসেম্বল করা হচ্ছে ভারতেই। আর বর্তমানে ভারতে SUV-র বাজারও বেশ চাঙ্গা। চলতি মাসেই লঞ্চ হচ্ছে Jeep সংস্থার জনপ্রিয় ও আইকনিক গাড়ি Wrangler-এর ভারতে অ্যাসেম্বলড ভার্সান। তাছাড়া ভারতে অ্যাসেম্বলড হওয়ায় করের পরিমাণ কম। ফলে আন্তর্জাতিক বাজারের মডেল হলেও দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।Skoda Kushaq: গত বছর অটো এক্সপো ২০২০-তে নজর কেড়েছিল জার্মান সংস্থা Skoda-র Vision IN concept । এবার সেটিকে বাস্তবে পরিণত করেছে সংস্থা। আগামী ১৮ মার্চ লঞ্চ হচ্ছে Skoda Kushaq কম্প্যাক্ট SUV । এই রেঞ্জের অন্যান্য কম্পিটিটর কম্প্যাক্ট SUV হল Kia Seltos ও Hyundai Creta .