পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে একটি ট্র্যাক্টর খারাপ হয়ে যাওয়ার জেরে ব্যাঘাত ঘটল বিমান অবতরণে। রিপোর্ট অনুযায়ী, কলকাতা থেকে উড়ে যাওয়া ইন্ডিগোর উড়ান ৪০ মিনিট ধরে পটনা বিমানবন্দরে নামতে পারেনি এই খারাপ হয়ে যাওয়া ট্র্যাক্টরের জেরে। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে। এই ঘটনা প্রসঙ্গে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানান, যে ট্র্যাক্টরটি রানওয়ের পাশে পড়ে ছিল, সেটি ঘাস কাটার কাজে ব্যবহার করা হত। (আরও পড়ুন: ক্লডিয়াস-নীরজদের ভুলে বসলেন মমতা?💙 বললেন, 'ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়ন⛄ি')
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বি𝔉মান বসু, ফিরলেন পার্টি অফিসে নিজ বাসস্থানে
এদিকে ট্র্যাক্টরটি তো রানওয়ের পাশে ছিল, ওপরে নয়; তাহলে কেন সেই ট্র্যাক্টরের জেরে বিমান অবতরণে বিলম্ব ঘটল? এই নিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সেই আধিকারিক জানান, রানওয়ের পাশে পড়ে থাকা সেই খারাপ ট্র্যাক্টরের জেরে বিমানের উইং ক্লিয়ারেন্স দেওয়া সম্ভব হত না। বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নজরে আসায় বিমান অবতরণে ১৫ থেকে ২০ মিনিট দেরি হয়। সেই আধিকারিক বলেন, 'ভেজা, কাঁদা মাখা মাটিতে সেই খারাপ ট্র্যাক্টরটি পড়ে ছিল। সেখান থেকে ট্র্যাক্টরটিকে তুলতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট লাগে। প্রথমে এমনি গাড়ি দিয়েই টেনে সেই ট্র্যাক্টরটিকে সরানোর চেষ্টা করা হয়েছিল। তবে সেটি বেশ ভারী ছিল। পরে এক্সক্যাভেটর ব্যবহার করে সেখান থেকে সরানো হয় ট্র্যাক্টরটিকে।' (আরও পড়ুন: হাসপাতালের নবজাতক বিভাগে আগুন, ♑মর্মান্তিক মৃত্যু ১০ সদ্যজাত শি📖শুর)
এদিকে ঘটনা প্রসঙ্গে বিমানের যাত্রী সত্যজিত সিনহা দাবি করেন, সকাল ৭টা ৫০ মিনিটে বিমানটি পটনায় অবতরণ করার কথা ছিল। কিন্তু তা ৪০ মিনিট দে🐭রিতে মাটি ছোঁয়। এদিকে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightstats.com-এর তথ্য অনুযায়ী, ইন্ডিগোর ৬ই ৭০৮৫ উড়ানটি ৪৩ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায়। সেই বিমানে থাকা অপর এক যাত্রী বলেন, 'পাইলট চারবার ঘোষণা করেন যে রানওয়ের পাশে ট্র্যাক্টর থাকার জেরে অবতরণে কিছুটা সময় লাগবে। সেই সময় আমরা পটনার ওপরেই চক্কর কাটব।' এদিকে♔ রিপোর্টে দাবি করা হয়েছে, এই ট্র্যাক্টরের জেরে পটনা বিমানবন্দরের আর কোনও বিমান ওঠা-নামায় সমস্যা দেখা দেয়নি। উল্লেখ্য, পটনা আন্তর্জাতিক বিমানবন্দর ততটাও ব্যস্ত বিমাবন্দর নয়। এখানে রোজ প্রায় ৮০টি বিমান ওঠা-নামা করে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।