অচেনা নম্বর থেকে ফোন এলেই স্ক্রিনে নাম ভেসে উঠবে- সেই নতুন নিয়ম চালুর পথে আরও একধাপ হাঁটল 'টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া' (ট্রাই)। শুক্রবার ট্রাইয়ের তরফে যে চূড়া🅺ন্ত সুপারিশ পেশ করা হয়েছে, তাতে টেলিকম নেটওয়ার্কে 'কলিং নেম প্রেজেন্টেশন' (সিএনএপি) সাপ্লিমেন্টারি সার্ভিস চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সব টেলিকম সংস্থার ক্ষেত্রেই সেই নিয়ম চালু করার সুপারিশ করেছে ট্রাই। তবে বাধ্যতামূলকভাবে সিএনএপি সাপ্লিমেন্টারি সার্ভিস চালু করতে হবে না টেলিকম সংস্থাগুলিকে। যে ꦡগ্রাহকরা চাইবেন, শুধুমাত্র তাঁদেরই সেই পরিষেবা প্রদান করার সুপারিশ করেছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা।
কবে থেকে সেই সুযোগ মিলবে?
আপাতত ট্রাই স্রেফ সুপারিশ করেছে। সবার আগে সেই প্রস্তা𝔉বে চূড়ান্ত অনুমোদন পড়তে হবে। ট্রাইয়ের তরফে জানানো হয়েছে, ওই সুপারিশগুলি গৃহীত হওয়ার পরে একটি নির্দিষ্ট দিনের পর থেকে ভারতের বিক্রি হওয়া সব মোবাইল ফোনে 'কলিং নেম প্রেজেন্টেশন' (সিএনএপি) সাপ্লিমেন্টারি সার্ভিস থাকবে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্রীয় সরকার।
ট্রাইয়ের তরফে বলা হয়েছে, ‘ভারতের টেলকমিউনিকেশন নেটওয়ার্কে কলিং নেম প্রেজেন্টেশন (সিএনএপি) সাপ্লিমেন্টারি সার্ভিস চালু করতে হবে।’ আর যে෴ গ্রাহকরা চাইবেন, তাঁদের ফোনেই 'কলিং নেম প্রেজেন্টেশন' (সিএনএপি) সাপ্লিমেন্টারি সার্ভিস মিলবে। অর্থাৎ অচেনা কেউ ফোন করলে নাম ভেসে উঠবে।
কীভাবে সেই পরিষেবা ব্যবহার করা হবে?
ট্রাইয়ের তরফে জানানো হয়েছে, 'কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্ম'-এ গ্রাহকরা যে তথ্য দেবেন, সেটার ভিত্তিতেই 'কলিং নেম প্রেজেন্টেশন' (সিএনএপি) সাপ্লিমেন্টারি ✱সার্ভিস প্রদান করা হবে। আবার 'বাল্ক কানেকশন' এবং 'বিজনেস কানেকশন'-র ক্ষেত্রে কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্ম'-এ নির্দিষ্ট নামের জায়গা নিজেদের পছন্দের মতো নাম দেওয়া যাবে। সেই পছন্দের নাম হতে পারে ট্রেডমার্কের নাম। যা কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক মন্ত্রকে নথিভুক্ত আছে। অথবা 'ট্রেড নেম' দিতে হবে। যা জ﷽িএসটি পরিষদের কাছে নথিভুক্ত আছে। অথবা সরকারের কাছে নথিভুক্ত কোনও নাম দিলেও হবে। যেটাই দেওয়া হোক না কেন, সেটার স্বপক্ষে নথি পেশ করতে হবে বলে জানিয়েছে ট্রাই।
আরও পড়ুন: Mo🧔bile Theft: চুরি যাওয়া ফোনের IMEI নম্বর বদলে ফেলছে চালাক চোরের দল, জেরা করতেই চোখ কপাল🦂ে!
উল্লেখ্য, সেই পরিষেবা চালু করা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ট্রাইয়ের তরফে জানানো হয়েছে, 'কলিং নেম প্রেজেন্টেশন' (সিএনএপি) সাপ্লিমেন্টারি সার্ভিস চালু করা নিয়ে ২০২২ সালের মার্চে ট্রাইয়ের মতামত চেয়েছি💝ল কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন দফতর। সেইমতো ২০২২ সালের নভেম্বরে একটি আলোচনাপত্র প্রকাশ করেছিল ট্রাই। চাওয়া হয়েছিল সব মহল, জনসাধারণ এবং টেলিকম সংস্থাগুলির মতামত। অনেকের মতামত জমা পাওয়ার পরে ২০২৩ সালের মার্চে একপ্রস্থ আলোচনা হয়েছিল।
আরও পড়ুন: Google CEO: একসঙ্গে ২০টি মোবাইল ফোন ব্যবহ🌞ার করেন সুন্দর পিচাই, কেন📖 জানুন