'অগ্নিপথ' নিয়ে বিক্ষোভের জেরে শুক্রবার দেশজুড়ে ৩৪০ ট্রেনের যাত্রার উপর প্রভাব পড়েছে। ভা💙রতীয় রেলের এক মুখপাত্র জানিয়েছেন, ৯৪ টি মেল/এক্সপ্রেস এবং ১৪০ টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। প্রায় ১০০ টি ট্রেন পুরো যাত্রা শেষ করেনি। কমপক্ষে ১১ টি মেল/এক্সপ্রেস ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে রেল।
দেশের তিন সামরিক বাহিনীতে ‘অগ্নিবীর’ নিয়োগের ('অগ্নিপথ' প্রকল্পের আওতায়) ক্ষেত্রে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলাঙ্গানা, উত্ত🐲রাখণ্ডে যে বিক্ষোভ ছড়িয়েছে, তার জেরে শুক্রবার (১৭ জুন) পশ্চিমবঙ্গ থেকে ছাড়া এবং পশ্চিমব💟ঙ্গমুখী ২৬ টি ট্রেন বাতিল করা হয়েছে। শনিবারের একটি ট্রেনও বাতিল করা হয়েছে। দেখুন পুরো তালিকা -
- ১৮০৪৮ হায়দরাবাদ-শালিমার ইস্ট-কোস্ট এক্সপ্রেস।
- ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস।
- ১২২৭৩ হাওড়া-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস।
- ১২৩৩৫ মালদা টাউন-লোকমান্য তিলক এক্সপ্রেস।
- ১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস।
- ১৩১০৫ শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস।
- ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস
- ১৫০৪৮ গোরখপুর-কলকাতা এক্সপ্রেস।
- ১২০২৩ হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস।
- ১২৩২৭ হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস।
- ০৫৪১৫ সাহিবগঞ্জ-জামালপুর প্যাসেঞ্জার স্পেশাল।
- ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস।
- ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস।
- ১৩০৪৩ হাওড়া-রক্সৌল দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস।
- ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস।
- ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম বাগ এক্সপ্রেস।
- ১২৩৩১ হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস।
- ১২২৩৫ মধুপুর-আনন্দ বিহার সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস।
- ০৩০০৫ হাওড়া-গয়া এগজামিনেশন স্পেশাল।
- ০৩০২৩ হাওড়া-পাটনা এগজামিনেশন স্পেশাল।
- ০৩১৫৫ কলকাতা-সমস্তিপুর এগজামিনেশন স্পেশাল।
- ১২৩১২ কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস।
- ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস।
- ১৩০১০ ঋষিকেশ-হাওড়া দুন এক্সপ্রেস।
- ১২৩৫৩ হাওড়া-লালকুঁয়া এক্সপ্রেস।
- ১২৩৫৪ লালকুঁয়া-হাওড়া এক্সপ্রেস (১৮ জুন বাতিল থাকবে)।
- ১৩৫০৭ আসানসোল-গোরখপুর এক্সপ্রেস।
আরও পড়ুন: Agnipath Scheme: ‘শীঘ্রই নিয়োগ শুরু হবে’, ‘অগ্নিপথ’ নিয়ে আগুনে🤡র মধ্যেই ঘুরপথে আশ্বাস রাজনাথের
এছাড়াও পূর্ব-মধ্য রেল, দক্ষিণ-মধ্য রেলে অসংখ্য ট্রেন বাতিল করা হয়েছে। তেমনই কয়েকটি ট্রেন হল -- ০৩৭৬৯ জসিডি-ঝাঁঝা মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৭৬৯ জসিডি-কিউল মꦕেমু প্যাসেঞ্জার স্পেশাল, ১২৩৬৭ ভাগলপুর-আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস, ১৩৪১৯ ভাগলপুর-মুজফ্ফরপুর জনসেবা এক্সপ্রেস, ১৩২৪১ বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস, ০৩৪৩৩/০৩৪৩৪ জামালপুর-কিউল-জামালপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল।