লকডাউনের চতুর্থ পর্ব শেষ হওয়ার পরের দিন, ১ জুন থেকে খুলবে ত্রিপুরার স্কুলগুলি। তবে ক্লাস শুরু হবে ১৫ জুন থেকে। রবিবার এই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।ত্রিপুরায় বর্তমানে সরকারি স্কুল রয়েছে ৪,৩৯৮টি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি স্কুলের সংখ্যা ৩৩৫। দেশব্যাপী লকডাউন আরোপ করার এক সপ্তাহ আগে গত ১৭ মার্চ থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ক্লাস চালু করার আগে স্কুলভবন স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। স্যানিটাইজেশন খাতে ১.৩৫ কোটি টাকা বরাদ্দ করেছে ত্রিপুরা সরকার। যে সমস্ত স্কুলে ছাত্রের সংখ্যা সর্বোচ্চ ৫০, সেখানে এই খাতে বরাদ্দ হয়েছে ১,৫০০ টাকা। ৫১-১৫০ পড়ুয়ার স্কুলের জন্য ২,৫০০ টাকা, ১৫১-২৫০ পড়ুয়া থাকলে ৩,৫০০ টাকা এবং আড়াইশোর বেশি পড়ুয়া হলে ৫,০০০ টাকা স্কুলপ্রতি বরাদ্দ করা হয়েছে। স্কুলের মিড-ডে মিল রান্না ও সরবরাহে নিযুক্ত কর্মীদের জন্য বরাদ্দ করা হয়েছে ফেস মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি।শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষকে আগামী ৬ জুনের মধ্যে স্কুলে স্যানিটাইজেশন প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে। ত্রিপুরার দশম ও দ্বাদশ শ্রেণির বকেয়া বোর্ড পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হবে ৫ জুন থেকে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী।