ভারত, নেপাল সহ ৬টি দেশের নাগরিকদের শর্তসাপেক্ষে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রবেশের ছাড়পত্র মিলবে। আরবে যাদের রেসিডেন্সি পারমিট আছে তাঁরা পুরোপুরি ভ্যাকসিন নেওয়ার পরে ও স্বাস্থ্যকর্মীদের আরবে ফের যাওয়ার ব্যাপারে ছাড়পত্র দেওয়া হবে। তবে আগামী ৫ই অগস্ট থেকেই এই ছাড়পত্র মিলবে। পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া ও উগান্ডা থেকেও শর্ত সাপেক্ষে আরবে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পর সকলকেই ১৪দিন অপেক্ষা করতে হবে। তাঁদের কাছে টিকাকরণ সংক্রান্ত সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এদিকে ভ্যাকসিন হয়নি এমন বাসিন্দারাও শর্ত সাপেক্ষে আরবে ফিরে যেতে পারবেন। নয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য়কর্মীরা, আরব আমিরশাহীতে কর্মরত টেকনিশিয়ানরা, শিক্ষাজগতের লোকজন, ছাত্রছাত্রী সহ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে তাঁরা আরব আমিরশাহীতে ফিরে যেতে পারবেন। এদিকে ইতিমধ্যেই ভারতের তরফে Gulf Cooperation Council এর কাছে অনুরোধ করা হয়েছে ভারতীয় পেশাদার ও কর্মীদের ফের সেই দেশে কাজ করার সুযোগ দেওয়া হোক। প্রসঙ্গত প্রায় ৩.৪২ মিলিয়ন ভারতীয় আরব আমিরশাহীতে বাস করেন। সেখানকার প্রচুর চিকিৎসক ও নার্সও আদতে ভারত থেকেই গিয়েছেন। এদিকে পর্যটকদের আরবে যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।তবে এবার কিছু ক্ষেত্রে যাবতীয় বিধিনিষেধ শিথিল করা হচ্ছে ধাপে ধাপে। এবার আরবে যেতে গেলে অনলাইনে আবেদন করা যাবে। ভ্যাকসিনেশন সার্টিফিকেটের পাশাপাশি রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগের একটি নেগেটিভ পিসিআর টেস্টের রিপোর্টও জমা করতে হবে। তবে উড়ানে চাপার আগে একটি ল্যাব টেস্ট হবে। উড়ান থেকে আরবে নামার পর একটি পিসিআর টেস্ট হবে। এরপর হোম কোয়ারেন্টাইনেও যেতে হতে পারে।