গত ২৪ ফেব্রুয়ারি আচমকাই ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। তারপর থেকে যুদ্ধ জারি রয়েছে পূর্ব ইউরোপের এই দেশে। ‘বিশেষ সামরিক অভিযান’-এর নামে আম জনতার উপর গুলি-বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এর জেরে ইউ🌳ক্রেনের বিভিন্ন এলাকা থেকেই উঠে এসেছে বেদনাদায়ক সব দৃশ্য। এই পরিস্থিতিতে ইউক্রেনের সরকারের তরফে দাবি করা হল, রাশিয়ার 🍌হামলায় এখনও পর্যন্ত ৭৯ জন শিশুর মৃত্যু হয়েছে। জখম শতাধিক।
দূর থেকে উড়ে আসা গোলা বা আকাশের মেঘ চিড়ে মাটির ধেকে ধেয়ে আসা বোমা চেনে না শিশু বা বুড়ো। তার পথে যে আসে, সেই ধ্বংস হয়ে যায়। ‘বিশেষ অভিযান’-এর নামে রাশিয়া আবাসিক এলাকায় নির্বিচারে গোলা বর্ষণ করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে উঠেছে য𓆏ুদ্ধ অপরাধের অভিযোগ। এদিকে ক্রেমলি🐬নের তরফে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে আম জনতাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেমনই।
এদিকে জানা গিয়েছে, ইউ🐷ক্রেনের মারিউপোলে একটি মসজিদে হামলা চালিয়েছে রাশিয়া। এই মসজিদে সেনারা বোমা বর্ষণ করেছে বলে খবর মিলেছে। জানা গিয়েছে, এই মসজিদে ৩৪ জন শিশুসহ ৮৬ জন আম জনতা আশ্রয় নিয়েছিল। সেখানে আশ্রয় নেওয়া সকলেই তুরস্কের নাগরিক বলে জানা গিয়েছে। শুধু মারিউপোল নয়, ইউক্রেনের পোশ এলাকায় গুলিবর্ষণ জোরদার করেছে রুশ সেনাবাহিনী। ইউক্রেন দাবি করেছে, দকꦡ্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে ভারী বোমা বর্ষণ করেছে রাশিয়া। হামলা হয়েছে সেই শহরে অবস্থিত একটি ক্যান্সার হাসপাতালেও। এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।