সামনে পাঁচ কাজ্যে বিধানসভা নির্বাচন। সেদিকেই লক্ষ্য রেখে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী হিসেবে আজ, মঙ্গলবার চতুর্থবারের জন্য সংসদে বাজেট পেশ করেন নির্মলা। এবার গরীব মানুষের মাথার ছাদ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। এমনকী নলবাহিত জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি।ঠিক কী ঘোষণা করেছেন অর্থমন্ত্রী? এদিন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২–২৩ অর্থবর্ষে বাড়ি পাবেন ৮০ লক্ষ পরিবার। তার জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। ইতিমধ্যেই ৬০ হাজার বাড়ি চিহ্নিত করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে। এছাড়া ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়ার জন্য।’ এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা সব রাজ্যে একইভাবে কাজ হচ্ছে না বলে অভিযোগ। অনেকেই বাড়ি পাচ্ছেন না বলেও অভিযোগ। সেখানে এই ঘোষণা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে নির্মলা সীতারামন বলেন, ‘৩ কোটি ৮০ লক্ষ পরিবারকে কলের জল পৌঁছে দিতে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।’অন্যদিকে এবার ৮০ লক্ষ পরিবারকে চিহ্নিত করে সহজলভ্য গৃহঋণ দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান করা হবে। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে উৎপাদনের সঙ্গে যুক্ত ছাড়–সহ বিভিন্ন প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলা। দেশের আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান আনা হচ্ছে। পরিকাঠামো নির্মাণে জোর দেওয়ার লক্ষ্যেই ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান। ১০০ বছরে ভারত কীরকম হবে তাঁর রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী।’