ব্যবসা করার ক্ষেত্রে সরকারি কাজে এবার প্যান কার্ডই একমাত্র পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। আজ, বুধবার বাজেটে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ব্যবসায়ীদের নানা ক্ষেত্রে কেওয়ꦛাইসি’র জন্য সাধারণ পরিচয়পত্র হতে চলেছে প্যান কার্ড। আগে অনেক ধরণের নথি দিতে হতো। এবার আর এত ঝক্কি পোহাতে হবে না। প্যান কার্ড পেশ করলেই কাজ হবে।
এদিন ব্যবসা করার ক্ষেত্রে প্যান কার্ডকে অগ্রাধিকার দেওয়ায় খুশি ব্যবসায়ীরা। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, এখন থেকে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য সমস্ত সরকারি সংস্থার ডিজিটাল লেনদেনের জন্য প্যান কার্ডকেই সাধারণ পඣরিচয়পত্র হিসাবে মেনে নিতে কোনও অসুবিধা নেই। অর্থমন্ত্রী ঘোষণা করেন, যে কোনও ব্য়বসায়িক প্রতিষ্ঠানের প্যান কার্ড থাকতেই হবে। সরকারি সব ক্ষ🦩েত্রে ডিজিটাল লেনদেন এবং ব্যবসা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে প্যান কার্ডই হবে মূল পরিচয়পত্র। প্যান কার্ড অন্যতম প্রধান নথি হওয়ায় কর দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি অনেক সোজা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এতদিন ব্যবসার ক্ষেত্রে পিএফ, এসিক, প্যান, সিআইএন বা ট্যান অনেক পরিচয়পত্র লাগত।♕ কিꦯন্তু পদ্ধতির সরলীকরণ করে একমাত্র প্যানকেই একমাত্র পরিচয় ঘোষণা করল কেন্দ্র। এখনও ১৩টি পৃথক আইডি ব্যবহার করা হয়। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ছিল প্যানকে সিঙ্গল উইন্ডো হিসেবে ব্যবহার করে ব্য়বসা♔র সব কাজ করা। এবার সেটাই করল নরেন্দ্র মোদীর সরকার।
প্যানকে ব্যবসা করার একমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হলে তাতে উপকৃত হবে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। পরিচয়পত্র নকল করার ঝুঁকি কমাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এতে ব্যবসায়িক লেনদেনের জটিলতা কমবে এবং খুব সহজেই একটি ব্যবহার 🔯করে কাজ করতে পারবেন ব্যবসায়ীরা। এই বিষয়ে পীযূষ গোয়েল বলেন, ‘প্যান থাকলে খুব সহজেই♛ কোনও কোম্পানি, তার ডাইরেক্টর, ঠিকানা সম্পর্কে সব তথ্য সরকারের হাতে চলে আসবে। এতে সরকারের ঝামেলা কমবে।’
এই 🃏খবরটি আপনি পড়তে ღপারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup