নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে এমনিতেই বেকায়দায় পড়ে আছে কেন্দ্রীয় সরকার। সংসদ উত্তাল হয়েছিল এই ইস্যুতে। চꦉাপে পড়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার কেন্দ্রীয় বাজেটে একধাক্কায় উচ্চশিক্ষায় কোপ বসিয়ে দিল এনডিএ সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ক্ষেত্রে বরাদ্দে বড় কোপ মেরেছে কেন্দ্রীয় সরকার। উচ্চশিক্ষার ক্ষেত্রে এত বড় কোপ পড়া নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতির অলিন൩্দে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর এই কোপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
যদিও নিট পরীক্ষার ক্ষেত্রে দায়িত্বে ছিল ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আগে বাজেটে ইউজিসি’র ক্ষেত্রে বরাদ্দ ছিল ৬ হাজার ৮০৯ কোটি টাকা। আর এবার তা নেমে দাঁড়িয়েছে, ২ হাজার ৯০০ কোটি টাকা। অর্থাৎ ৬১ শতাংশ 🎐বাজেট কাটছাট করা হল। আর তার জেরে উচ্চশিক্ষার নানা উদ্যোগ এবং প্রকল্পে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু কেন এমন কোপ? এটা নিয়ে কেন্꧅দ্রীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কোনও কেন্দ্রীয় মন্ত্রীই ব্যাখ্যা দেননি। তবে এই ঘটনা এখন চাউর হয়ে গিয়েছে। তাই বাজেট নিয়ে সংসদে আলোচনার সময় বিরোধীরা এটা নিয়ে চেপে ধরবে সরকারকে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কংগ্রেসের সব মুখ্যমন্ত্রী বয়কট করছেন নীতি আয়োগের বৈঠক, স্ট্যালিনের পಌথেই পাড়ি
ইউজিসি’র বরাদ্দে কোপ মারলেও তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে। চার হাজার কোটি টাকার বেশি বরাদ্দ বাড়ানো হয়েছে। মোট বরাদ্দ ২০২৪–২৫ অর্থবর্ষের জন্য ১৫ হাজার ৯২৮ কোটি টাকা। অথচ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য মাত্র ৪৯৩ কোটি টাকা। আর গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে মাত্র ১৬২ কোটি টাকা♔। এই বরাদ্দে গোটা দেশে গবেষণার কাজ কতটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। যদিও এই নিয়ে ইন্ডিয়া জোটের সাংস🌠দরা জবাব চাইবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে।
এছাড়া উচ্চশিক্ষায় পরিস্থিতি যে বেগতিক হবে আগামীদিনে সেটা এই বাজেট বরাদ্দ থেকেই স্পষ্ট। এমনিতেই বিরোধীরা আওয়াজ তুলেছেন, এই বাজেট কুর্সি বাঁচাতে ঘুষ দেওয়া হয়েছে বিহার–অন্ধ্রপ্রদেশকে। তাই অন্য খাতে বরাদ্দ কমেছে এবং বিরোধী রাজ্যগুলি কিছুই পায়নি বলে অভিযোগ তুলেছেন তাঁরা। আর এই বিষয়ে ভারতীয় বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় পাঠক বলেনꦡ, ‘রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ৯০ শতাংশ এনরোলমেন্টের দায়িত্ব নেয়। তাই 🔥তাদের আরও তহবিল এবং পরিকাঠামো প্রয়োজন। আমি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি, ইউজিসি–কে আরও তহবিল দেওয়া হোক।’