বাইডেন প্রশাসন সোমবার ঘোষণা করেছে যে মার্কিন কর্মকর্তারা বেইজিং-এ ২০২২ সালের শীতকালীন অলিম্পিকে অং🎐শ নেবেন না। এদিকে চিন এই ধরনের যে কোনও কূটনৈতিক বয়কটের বিরুদ্ধে অনির্দিষ্ট ‘পাল্টা ব্যবস্থা’ নেওযার হুঁশিয়ারি দিয়েছে।
চিনের বিদেশ মন্ত𝔉্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এর আগে বলেছিলেন, যারা বয়কটের আহ্বান জানাচ্ছেন তাদের🅰 থামানো উচিত। চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ও সহযোগিতাকে যাতে প্রভাবিত না হয, সেই দিকে নজর দিতে বলেছিল চিন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছিলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে (বয়কটের) পথে চলার বিষয়ে জোর দেয়, তবে চিন পাল্টা ব্যবস্থা নেবে।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে বলেছিলেন যে চিনে সংখ্যালঘু মুসলমানদ☂ের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের প্রেক্ꦫষিতে ওয়াশিংটন কূটনৈতিক বয়কটের কথা বিবেচনা করছে। চিনের মানবাধিকার রেকর্ডের প্রতিবাদে তাই সোমবার বাইডেন বয়কটের ঘোষণা করেন। চিনের জিনজিয়াং প্রদেশে চলতে থাকা গণহত্যা এবং অপরাধের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে মার্কিন অ্যাথলিটরা বেজিংয়ে আয়োজিত শীতকালীন অলিম্পিকসে অংশ ꧑নিতে পারবেন৷ তবে, সরকারের তরফে কোনও প্রশাসনিক আধিকারিককে সেখানে পাঠানো হবে না৷ মার্কিন যুক্তরাষ্ট্র প্যারালিম্পিকসের ক্ষেত্রেও একই নীতি ♚অবলম্বন করতে চলেছে৷ পাশাপাশি আমেরিকার তরফে জানানো হয়েছে কোনও খেলোয়াড় যদি অংশ নিতে চান তা হলে সরকার তাঁকে সব রকম সাহায্য করবে।