তিনি ভারতীয় বংশোদ্ভূত। ২০২০ সালে মার্কিন নির্বাচনের সময় তাঁর জন্যে পুজো দেওয়া হয়েছিল ভারতের বহু মন্দিরে। এবারের নির্বাচনের সময়ও হয়ত তা হবে। তিনি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে নিয়ম করে নিজের বাসভবনে দিওয়ালি আয়োজন করে আসছেন কমলা হ্যারিস। তবে এবার নির্বাচনের প্রাক্কালে প্রচারের চাপে সেই আয়োজন করেননি তিনি। তবে এই সপ্তাহের শুরুতেই হোয়াইট হাউজে দিওয়ালি পার্টির আয়োজন করা হয়েছিল। প্রায় ৬০০ জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সেখানে আমন্ত্রিত ছিলেন। কমলা হ্যারিস সেই অনুষ্ঠানে ছিলেন। এদিকে এবারে দিওয়ালি পার্টির আয়োজন করতে না পারলেও বিশ্ব জুড়ে ১০০ কোটি মানুষকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন কমলা হ্যারিস। (আরও পড়ুন: ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটার নিয়ম বদল আজ থেকে, আর আগেই যাঁরা কেটেছি😼লেন...)
আরও পড়ুন: নয়া মাসে নয়া নিয়ম, SBI ক্রেডিট কার্ডে সারচার্জ ৩.৭৫%, ফ🌞েস্টিভ অফার দি🔜চ্ছে PNB
আরও পড়ুন: কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডার কিনতে অনেকেরই ১৯.৫৭ টাকা বেশি খরচ হচ্ছে𓂃?
আর অপরদিকে কমলার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও দিওয়ালি উপলক্ষে সকলকে শুভেচ্ছ বার্তা দিয়েছেন। এরই সঙ্গে বিশ্ব জুড়ে হিন্দুদের ওপর আক্রমণের ইস্যুতে কমলা হ্যারিস এবং জো বাইডেনকে আক্রমণ শানিয়েছেন তিনি। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, 'অশান্ত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুরা প্রতিনিয়ত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন। সেখানে লুঠপাট চলছে। আমি এর তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমি ক্ষমতায় থাকলে, এমন কখনও হত না। কমলা হ্যারিস ও জো বাইডেন আমেরিকায় এবং বিশ্বজুড়ে হিন্দুদের গুরুত্ব দেননি। ইজরায়েল থেকে ইউক্রেন, এমনকী আমাদের নিজেদের দক্ষিণ সীমান্তেও বিপর্যয় ঘটিয়েছে। তবে আমরা ফের আমেরিকাকে শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনব। আমরা হিন্দু মার্কিন নাগরিকদেরও কট্টর বামপন্থীদের ধর্ম-বিরোধী অ্যাজেন্ডা থেকে রক্ষা করব। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব। আমার প্রশাসনের অধীনে ভারত ও আমার ভাল বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গেও সুসম্পর্ক আরো মজবুত করব।' (আরও পড়ুন: পঞ্জাবি গায়কের বাড়িতে গুলি চালꩲানোর ঘটনায় কানাডায়𒀰 ধৃত ১, 'অন্যজন পালিয়েছে ভারতে')
আরও পড়ুন: মাসের শুরু লম্বা সরকারি ছুটি দিয়ে, দিওয়ালির জন্য ১-২ নভেম্বর কোথায় 💙বন্ধ ব্যাঙ্ক?
আরও পড়ুন: জেলায় ♔জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় শীঘ্রই 🎃বদলাবে আবহাওয়া
এদিকে সম্প্রতি হোয়াইট হাউজে দিওয়ালি পার্টি আয়োজন করা হয়েছি। এই দিওয়ালি পার্টিতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট পদের প্রার্থী কমলা হ্যারিস সহ প্রায় ৬০০ জন বিশিষ্ট মার্কিন-ভারতীয়। হোয়াইট হাউজের ব্লু রুমে এই আসরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠনে অংশ নেন বাইডেন ও কমলা। সেই পার্টিতে বাইডেন বলেছিলেন, 'এখন আমেরিকায় দিওয়ালি মানেই আলোর রোশনাই। তবে একটা সময় আঁধারের ছায়া ছিল। কিন্তু এখন হোয়াইট হাউজে খোলাখুলি ও গর্বের সঙ্গে দিওয়া✤লি উদযাপিত হয়।' প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথম দীপাবলি পালিত হয় হোয়াইট হাউজে। সেই বছরই নির্বাচনে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।