একজন পশু চিকিত্সক এবং একটি ভীতু কুকুরের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ধৈর্যের সঙ্গে ওই চিকিত্সক কুকুরটিকে স্বাভাবিক করার চেষ্টা করছেন। তাঁর এই দয়ালু মনোভাবে আপ্লুত নেটিজেনরা।ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডঃ টমাস হ্যামিল্টন। 'পেশেন্টদের জন্য পেসেন্স,' ক্যাপশন দিয়ে ভিডিয়োটি শেয়ার করেছেন ওই পশু চিকিত্সক। ক্লিপটিতে দেখা যাচ্ছে, চেম্বারের এক কোনে খুব গুটিসুটি মেরে কুকুরটি বসে আছে। ডঃ টমাস ধীরে ধীরে কুকুরটির সঙ্গে কথা বলা শুরু করেন। তারপর আস্তে তিনি কুকুরটির সামনে শুয়ে পড়লেন। এভাবেই কুকুরটির আস্থা জয় করলেন তিনি।দেখুন সেই ভিডিয়ো: কুকুরদের কাছে হাঁটু গেড়ে বসলে বা মেঝেয় শুয়ে পড়লে তারা সেটাকে সাবমিশন হিসাবে ধরে। তাই ভীতু কুকুরকে দ্রুত পোষ মানাতে এই বডি ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা যেতে পারে।