সোমবার সুপ্রিম কোর্ট বিজয় মালিয়াকে চার মাসের কারাদন্ডের নির্দেশ দিল। এর পাশাপাশি ২ হাজার টাকার জরিমানা করা হয়েছে তাঁকে। পাশাপাশি আদালত বিজয় মালিয়ার পরিবারকে নির্দেশ দিয়েছে আদালতের নির্দ𒊎েশকে অমান্য করে যে ৪০ মিলিয়ন মার্কিন ডলার পরিবারের কাছে পাঠানো হয়েছিল তা যেন ফেরৎ দেওয়া হয়।
গত ১০ মার্চ বিজয় মালিয়ার তরফে আইনজীবী জানিয়েছিলেন, তিনি তাঁর মক্কেলের কাছ🐻 থেকে কোনও নির্দেশ পাচ্ছেন না। তিনি ব্রিটেনে রয়েছেন। সেক্ষেত্রে আদালত অবমাননা নিয়ে তিনি কোনও শুনানিতে যেতে পারছেন না।
এদিকে সুপ্রিম কোরꦡ্ট জানিয়ে দেয় মালব্যকে নানা সুযোগ দেওয়া হয়েছে। সরাসরি আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। আইনজীবীর মাধ্যমে তাঁর বার্তাꦿ জানানোর জন্য বলা হয়েছে। এমনকী গত বছর ৩০ নভেম্বর তাঁকে নির্দিষ্ট নির্দেশও দেওয়া হয়েছিল।
এদিকে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে কয়েকটি ব্যাঙ্ক যৌথভাবে আদালতকে জানিয়েছিল মালিয়া𓆏 আদালতের🌜 নির্দেশও মানছেন না। ৯ হাজার কোটি টﷺাকার লোন তিনি মেটাচ্ছেন না। পাশাপাশি তিনি সম্পত্তির কথাও প্রকাশ্যে আনছেন না। উলটে তিনি নির্দেশকে উপেক্ষা করে বিপুল টাকা পরিবারের কাছে পাঠিয়ে দিচ্ছেন। এদিকে ২০১৭ সালের নির্দেশ পুনর্বিবেচনা করার ব্যাপারে আদালতে আগেই আবেদন জানিয়েছিলেন মালিয়া। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।