আর্থিক জালিয়াতি মামলায় পলাতক ধনকুবের ব্য়বসায়ী বিজয় মালিয়াকে শেষ সুযোগ দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় আর্থিক প্রতারণা মামলায় নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁকে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিজয় মালিয়ার হাতে এই 'শেষ সুযোগ' শেষ হওয়ার আগে সময় রয়েছে ২ সপ্তাহের। আদালত জানিয়েছে, ‘ যদি তিনি ওই দিন হাজির না থাকেন ෴আদালতে, তাহলে মামলা নিয়ে আইনি পথে যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছন হবে।’
উল্লেখ্য, পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিজয় মালিয়া রয়েছেন লন্ডনে। এদিকে তাঁর বিরুদ্ধে ভারতের বহু ব্যাঙ্কগুলিতে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই আর্থিক তছরুপের মামলায় ব্রিটেনের আদালতেও কোণাঠাসা হয়েছেন বিজয় মালিয়া। ব্রিটিশ আদালত ইতিমধ্যেই জানিয়েছে, যখন একটি ব্যাঙ্ক তার প্রদেয় অর্থ উদ্ধার করতে চাইছে তখন তারা ব্রিটেনে এই লিকার ব্যারনের বিলাসবহুল বাড়ির দখল নিতে পারে। ফলে, 🌠সেদিক থেকেও রাস্তা মোটেও সহজ হবে না বিজয় মালিয়ার। এদিকে, দেশে ২০২২ বিধানসভা নির্বাচনের পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বলেছেন যে, তাঁর সরকার বিজয় মালিয়ার মতো পলাতকদের পাকড়াও করতে বদ্ধপরিকর। সেই প্রেক্ষাপটে বিজয় মালিয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, আর্থিক জালিয়াতির অভিযোগ কাঁধে নিয়ে ব্রিটেনের বিলাশবহুল বাড়িতে আপাতত বসবাস করছেন বিজয় মালিয়া। কিংফিশার সংস্থার মালিক বিজয় মালিয়া আপাতত ইউকেতে জামিনে মুক্ত রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের রাস্তায় হেঁটে চলেছে ভারতীয় ব্যাঙ্কগুলি। এর আগে ২০১৯ সালে তাঁর প্রত্যর্পণে সায় দেয় ব্রিটেনের সরকার। সেই রায়ের বিরুদ্ধে বিভি💛ন্ন আইনি প্রক্রিয়া লাগু করেও পার পাননি বিজয় মালিয়া। এরপর ১০ ফেব্রুয়ারি ভারতের শীর্ষ আদালত তাঁকে শেষবার নিজের সমর্থনে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে। ফলে বিজয় মালিয়ার সামনে আপাতত এই ডেডলাইন ২৪ ফেব্রুয়ারির।