এখনও পর্যন্ত বিজয় মালিয়া, নীরব মোদী এবং মেহুল চোকসির ১ꦰ৯,১১১ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা 🌌হয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
রাজ্যসভায় একটি লিখিত উত্তরে এ বিষয়ে জানিয়েছেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। সরকারি ব্যাঙ্কগুꦅলিকে প্রতারণা করেছেন তাঁরা। এর ফলে ঋণদাতাদের মোট ২২,৫৮৫.৮৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। '১৫ মার্চ ২০২২ পর্যন্ত, PMLA (আর্থিক তছরুপ প্রতিরোধ আইন)-এর নিয়ম মেনে ১৯,১১১.২০ কোটি টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে,' জানিয়েছেন তিনি।১৯,১১১.২০ কোটির মধ্যে, ১৫,১১৩.৯১ কোটি টাকার সম্পদ সরকারি ব্যাঙ্কগুলির খাতে ফেরানো হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন, ভারত সরকারেꦆর কাছে এখন ৩৩৫.০৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত রয়েছে।
এর আগে, কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছিল -বিজয় মাল্য, নীরব মোদী এবং মেহুল চোকসির থেকে ব্যাঙ্কে প্রায় ১৮,০০০ কোটি টাকা ফিরে এসেছে।
বিজয় মাল্য আর্থিক প্রতারণা এবং অর্থ পাচারে অভি꧋যুক্ত। জা🗹মিনে বর্তমানে ব্রিটেনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে 'গোপন' আইনি প্রক্রিয়া চলছে।
২০১৯ সালের ফেব্রুয়ারিত💞ে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে তাঁর প্রত্যর্পণের নির্দেশ আসে। বিজয় মাল্য ব্রিটিশ আদালতে সেই আদেশের প্রতিদ্বন্দ্বিতা করেন। সূত্রের খবর, এখন অন্য আশ্রয়ের খোঁজে দুঁদে ব্যবসায়ী। যুক্তরাজ্যে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় আসার চেষ্টা করছেন তিনি।
এক💜াধিক ব্যাঙ্ক মিলিয়ে মোট ৯,০০০ কোটি টাকার দেনার বোঝা রয়েছে মালিয়ার উপর🦹। অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ঋণ জালিয়াতির মামলায় প্রধান অভিযুক্ত হীরা ব্যবসায়ী নীরব মোদী এবং মেহুল চোকসি। তাঁরা ব্যাঙ্কের প্রায় ১৩,০০০ কোটি টাকার ক্ষতি করেছেন।