পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ২৪ ঘণ𝓰্টায় উপজাতꦑি সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত ও দুই ডজনেরও বেশি আহত হয়েছে। ৩০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানা গিয়েছে।
আফগানিস্তান সী✃মান্তের কাছে কুররাম জেলায় আলিজাই ও বাগান উপজাতির মধ্যে বৃহস্পতিবার পারাচিনারের কাছে যাত্রীবাহী ভ্যানের উপর প্রাণঘাতী হামলার পর এই সংঘর্ষ শুরু হয়।
ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন ꧂কর্মকর্তাদের হেলিকপ্টারে করে সংঘাতপূর্ণ এলাকায় পাঠানো হয়েছে।
গোলযোগপূর্ণ এলাকায় শৃঙ্খলা ফিরি🎃য়ে আনার চেষ্টা চলছে।&🌜nbsp;
খাইবার পাখতুনখোয়ার আইনমন্ত্রী, মুখ্য সচিব এবং🥂 পুলিশের মহাপরিদর্শকসহ একটি উচ্চ পদস্থ সরকারি দলকে কুররাম উপজাতি জেলায় পাঠানো হয়েছে অঞ্চলটিকে স্থিতিশীল করতে স𒈔হায়তা করার জন্য, কর্মকর্তারা নিশ্চিত করেছেন। প্রতিনিধি দলের লক্ষ্য হচ্ছে তীব্র সাম্প্রদায়িক হিংসায় জর্জরিত জেলার নিরাপত্তা সংকট মোকাবিলা করা।
পাকিস্তানে কুররাম জেলায় আল🌳িজাই ও বাগান উপজাতির মধ্যে চলমান সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে, উভয় পক্ষই ভারী ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে পুলিশ।
হিংসার জেরে বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা নিরাপদ এলা🦹কায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।