ডাঃ সর্বেশ সিং।মধ্যপ্রদেশের সাতনায় তিনি রোগী দেখেন। আর সেই চিকিৎসকের প্রেসক্রিপশন এবার ভাইরাল নেট দুনিয়ায়। কেন জানেন? হিন্দিতে লেখা হয়েছে ওই প্রেসক্রিপশন। আর চিরাচরিত Rx এর বদলে লেখা হয়েছে শ্রীহরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দিতে মেডিকেল শিক্ষার বইয়ের উদ্বোধন করেছেন সম্প্রতি। আর তারপরই ভাইরাল হল এই হিন্দিতে লেখা প্রেসক্রিপশন। মধ্যপ্রদেশের হিন্দিতে ডাক্তারি পড়ার অঙ্গ হিসাবে এই হিন্দি বইয়ের সূচনা করা হয়েছে।একটি সংবাদমাধ্যমকে ওই চিকিৎসক জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রামের পরে অনুপ্রাণিত হলাম। ভাবলাম আজ থেকেই শুরু করে ফেলি।সেই প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে রোগীর তলপেটে ব্যাথা হচ্ছিল। চিকিৎসক গোটা বিবরণটি লিখেছেন হিন্দিতে। এরপর তিনি ওষুধও লিখেছেন হিন্দিতে। আরএক্সের জায়গায় তিনি লিখেছেন শ্রী হরি। তিনি নানা ওষুধের নাম লিখেছেন হিন্দিতে। এদিকে মধ্যপ্রদেশ সরকারের এই উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, বহু পড়ুয়া নিজের ভাষাতে মেডিক্যাল পড়তে চান। তাদের কাছে অনেক দরজা খুলে যাচ্ছে।মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রী জানিয়েছিলেন, হিন্দি মিডিয়ামে পড়ার পরেও তারা যাতে এগিয়ে যেতে পারেন সেজন্য় এই উদ্য়োগ। এটা প্রধানমন্ত্রী ইচ্ছা যে শিক্ষার মাধ্যমটা কারোর মাতৃভাষায় হওয়া দরকার। এর সঙ্গেই তিনি জানিয়েছিলেন চিকিৎসকরা প্রেসক্রিপশনের প্রথমে শ্রীহরি লিখতে পারেন। এরপর ওষুধের নাম হিন্দিতে।