চিনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসে অপ্রত্যাশিত ঘটনা। চিনা প্রেসিডেন্ট শি♔ জিনপিংয়ের পাশি বসে থাক🥂া প্রাক্তন প্রেসিডেন্ট হু জিনটাওকে টেনে সভাস্থল থেকে বের করে নিয়ে যাওয়া হল আজকে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে এই ঘটনার কোনও কারণ জানা যায়নি। এদিকে ‘চিনা টুইটার’ হিসেবে পরিচিত ‘ওয়েইবো’ অ্যাপে ‘হু জিনটাও’ সংক্রান্ত সার্চকে ‘সেন্সর’ করা হয়েছে।
এদিকে ভাইরাল ভিডিয়োতে দেখে যায় হু জিনটাও নিজের আসন ছাড়তে চাইছিলেন না। তবে ৭৯ বছর বয়সিকে গ্রেট হল থেকে বের করে নিয়ে যাওয়া হয় রীতমতো টেনেই। এই গোটা ঘটনার সময় শি জিনপিং পাশে বসে থাকলেও তিনি সেদিকে তাকাননি। উল্লেখ্য, চিনা কমিউনিস্ট পার্টির কোনও অনুষ্ঠান মানেই আগে থেকেই সব পরিকল্পিত হবে। এই ‘কোরিওগ্রাফি’র মাঝে এভাবে তাল কীভাবে কাটল, তা নিয়ে প্রশ্ন উঠছে♓। উল্লেখ্য, হু জিনটাও চিনের প্রেসিডডেন্ট ছিলেন ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত।
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, একজন স্টুয়ার্ড হু জিনটাওকে তাঁর চেয়ার থেকে ওঠানোর চেষ্টা করছেন। তবে জিনটাও নিজের আসন ছাড়তে চাননি। তখন সেই স্টুয়ার্ড তাঁকে দুই হাতে করে জোর করে ওঠান। এই ঘটনার আগেই শি জিনপিং এবং প্রিমিয়ার লি কেকিয়াংয়ের সঙ্গে জিনটাওকে কথা বলতে দেখা গিয়েছিল। এদিকে জিনটাও যেতে যেতে লি-এর পিঠে চাপড় মেরে যান। তবে এই গোটা ঘটনার সময় গ্রে𒈔ট হলে উপস্থিত সবাই রোবটের মতো সোজা তাকিয়ে ছিলেন। এদিকে ২৩০০ ডেলিগেটের সামনে এভাবে প্রাক্তন প্রেসিডেন্টকে কেন সরিয়ে নিয়ে যাওয়া হল তা নিয়ে চিনা প্রশাসন মুখ খোলেনি।