নির্ধারিত সময়ের পরেও কী নিজের বাংলো ছাড়তে চাইছেন না প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া? এই নিয়ে রীতিমত টুইট যুদ্ধ হল মঙ্গಌলবার সকালে। একটি সংবাদসংস্থা জানিয়েছিল যে উঠে যাওয়ার নোটিস পাওয়ার পরেও সেখানে থেকে যেতে চাইছেন প্রিয়াঙ্কা। এই রিপোর্ট ভুয়ো বলꦿে টুইট করেন তিনি। কিন্তু এরপর নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ পুরী বলেন যে এক কংগ্রেস নেতা ফোন করে প্রিয়াঙ্কা গান্ধীর জন্য তদ্বির করেছিলেন।
প্রিয়াঙ্কা গান্ধী এꦬদিন বলেন যে ৩৫ লোধি এস্টেটের বাংলো তিনি সরকারের বেঁধে দেওয়া মেয়াদকালের মধ্যেই ছেড়ে দেবেন। নগরোন্নয়ন দফকর পয়লা জুলাই প্রিয়াঙ্কা গান্ধীকে বাড়ি ছেড়ে দিতে বলেন, কারণ তিনি যেহেতু এসপিজি-র নিরাপত্তা আর পান না, ওই বাংলো পাওয়ার শ☂র্ত তিনি পূর্ণ করেন না।
সংবাদসংস্থা আইএএনএস একটি রিপোর্ট পেশ করেছে যাতে বলা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী একেবারে মোদীর কাছে তদ্বির করেছেন যাতে তারা আর কিছু দ🐓িন থাকতে পারেন। কিন্তু এই রিপোর্ট অসত্য বলে টুইটারে জানান প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে তাঁর স্বামী বলেন এই কোভিডের মরশুমেও তাঁরা নির্ধারিত সময়সীমার সাত দিন আগেই বাড়ি ছেড়ে দেবেন। পয়লা অ🦄গস্টের আগে এই বাংলো ছেড়ে চলে যেতে হবে প্রিয়াঙ্কা গান্ধীর পরিবারকে যেখানে প্রায় আড়াই দশক থেকেছেন তিনি। আগে এসপিজি নিরাপত্তা পেলেও এখন সিআরপিএফের থেকে নিরাপত্তা পান তিনি। এই ফলে ওই বিশেষ সি টাইপ বাংলোতে থাকার অধিকার হারিয়েছেন তিনি আইন অনুসারে।
তবে প্রিয়াঙ্কা গান্ধী তদ্বির করার অভিযোগ অস্বীকার করার পর বাউন্সার দেন নগরোন্নয়ন মন্ত্রী হরদী💞প সিং পুরী। তিনি বলেন যে একজন প্রভাবশালী কংগ্রেস নেতা তাঁকে চলতি মাসের চার তারিখ ফোন করে অনুরোধ করেছিল যাতে সেই বাড়িটি অন্য একজন কংগ্রেস সাংসদকে দেওয়া হয়, যাতে প্রিয়াঙ্কা গান্ধী থেকে যেতে পারেন।
প্রসঙ্গত এই বাড়িটি বিজেপির অনিল বা🙈লুনিকে এখন অ্যালট করা হয়েছে। হরদীপ সিং পুরীর এই টুইটের পর ফের পাল্টা টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন যে কেউ যদি তাঁর জন্য তদ্বির করে♍ থাকেন, তাঁকে ধন্যবাদ, কিন্তু তিনি চাইছেন না সেটা।
অন্যদিকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরܫজেওয়ালাও হরদীপ পুরীকে পালটা টুইট করেন। তিনি বলেন যে কেউ যদি অনুরোধ করেও থাকে, বাংলোটি কি এখন কোনও কংগ্রেস সাংসদ পাচ্ছেন না এক বিজেপি মুখপাত্রকে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত নোটিস পাওয়ার পরে বকেয়া সাড়ে তিন লক্ষ 🍌টাকা মিটিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া। ২০২২ উত্তর প্রদেশ নির্বাচনের কথা মাথায় রেখে এবার সপরিবারে লখনউ চলে যাবেন কংগ্রস নেত্রী। ইতিমধ্যে তাঁর নয়া বাড়ি গুছিয়ে রেখেছে কংগ্রেস কর্মকর্তারা।