HTLS 2022: RBI হস্তক্ষেপ না করলে টাকার ছন্দপতন হবে, ব্যাখ্যা RBI-র গভর্নরের Updated: 12 Nov 2022, 09:58 PM IST Soumick Majumdar HTLS 2022: তিনি বলেন, আরবিআই হস্তক্ষেপ না করলে, সেক্ষেত্রে বাজার এটাই ধরে নেয় যে এভাবেই টাকা দর কমতেই থাকবে। বাজার ভাবে যে, আরবিআই এই সম্পর্কে উদাসীন। এমনটা হলে কিন্তু আরও টাকার দরপতন হবে, জানান আরবিআই গভর্নর।