মহারাষ্ট্রের বিধানসভা ভোটের যে ট্রেন্ড তাতে এটা অন্তত বোঝা যাচ্ছে এগিয়ে ♓গিয়েছেন এনডিএর মহাযুতি।আর তখনই সেই অমোঘ প্রশ্নটা ঘুরে ফিরে এল,
এবার মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী কে হবেন?
খোদ একনাথ শিন্ডের কাছে এই প্রশ্ন করা হ🥂য়েছিল। এর জবাবও দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, আগে চূড়ান্ত ফলাফল আসতে♈ দিন। আমরা একসঙ্গে ভোটে লড়েছি। তিনটি দল একসঙ্গে বসবে। তারপর এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী আছেন, জেপি নড্ডা আছেন, আমাদের দলের নেতারা রয়েছেন। সবাই মিলে বসে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই হবে। আমরা যে কাজ করেছি সেটাই দেখা গিয়েছে ভোটে। আমাদের সরকারের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আসবে। ওরা নানা অভিযোগ করছে করুক। কিন্তু আমরা কাজে বিশ্বাসী।
একনাথ শিন্ডের কাছে নিঃসন্দেহে একটা বড় দিন ছিল শনিবার। বছর তিনেক আগে। শিবসেনা শিবিরে 🦹ফাটল ধরিয়ে দিয়েছিলেন শিন্ডে। বিজেপির হাত ধরেছিলেন তিনি। কার্যত এটা তাঁর কাছে ছিল অগ্নিপরীক্ষা। সেবার তিনি মুখ্য়মন্ত্রী হয়েছিলেন। এরপর ফের এল ভোট। এবারও জয়ের পথে শিন্ডে শিবির। জয়ের পথে এনডিএ পরিচালিত মহাযুতি। কার্যত হতাশ উদ্ধব ঠাক🗹রে পরিচালিত শিবসেনা শিবির।
এবার প্রশ্ন শিন্ডে কি পরবর্তী মুখ্য়মন্ত্রী হবেন? ১৪৮টি আসনের মধ্য়ে ১২৭টিতে এগিয়ে রয়েছে বিজেপি। সেক্ষেত্রে ফের জল্পনা ছড়িয়েছে দেবেন্দ্র ফড়়নবিশ উঠে আসতে পারেন মুখ্যমন্ত্রীর আসনে। কারণ তিনিও এই বিরাট সাফল্যের অন্যতম কারিগর। তিনি বর্তমানে উপমুখ্য়মন্ত্রী। সেক্ষেত্রে এবার তিনি তাঁর জন্য বরাদ্দ হবে✃ মুখ্য়মন্ত্রীর আসন? কিন্তু একনাথ শিন্ডে কি বিজ﷽েপিতে মুখ্য়মন্ত্রীর আসন এত সহজে ছেড়ে দেবেন? সেই প্রশ্নটাও উঠছে। সব মিলিয়ে ২৮৮টি আসন রয়েছে মহারাষ্ট্রে। তার মধ্য়ে ২২৫টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। সেক্ষেত্রে সরকার গড়াটা এখন তাদের কাছে শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন ঘুরছে মহারাষ্ট্রে।
এদিকে দেবেন্দ্র ফড়়নবীশকে ফোন করে শুভে🐓চ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফোন করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতও✱।
তবে অনেকের মতে, এবার মহারাষ্ট্রে বড় ভূমিকা ন𒁏িয়েছিল আরএসএস।&𒈔nbsp;
সূত্রের দাবি, এবারে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে বুথ দেখভাল করেছিল আরএসএস। দরজায় দরজায় গিয়ে বিজেপির হয়েও প্রচার করেছিলেন আরএসএস স্বয়ংসেবকরা। উল্লেখ্য, আরএসএস-এর সদর দফতর বিদর্ভ অঞ্চলের নাগপুরে। সেই বিদর্ভ অঞ্চল🐻ে বিজেপি এবং একনাথের শিবসেনার দাপট দেখা গিয়েছে।
ফড়নবীশ বলেন, মহাযুতির এই বিজয়। আমরা সকলে মিলে 🎀কাজ করব। আম🔯াদের দল মহারাষ্ট্রের সব কেন্দ্রেই কাজ করেছে।