মল্লিকা সোনিমাঝ আকাশেই প্লেনের মধ্যে পেটে ব্যাথা মায়ের। আর বিমানের টয়লেটেই সন্তান প্রসব করলেন এক মহিলা যাত্রী। তামারা নামে ওই যাত্রী কেএলএম ফ্লাইটে ছিলেন। আচমকাই তাঁর পেটে ব্য়াথা অনুভূত হন। এরপর তিনি শৌচাগারে যান। আর সেখানেই সন্তান প্রসব করেন তিনি।ইকুয়েডর থেকে স্পেনে যাচ্ছিল কেএলএম রয়াল ডাচ ফ্লাইটটি। দ্য মিররের রিপোর্ট অনুসারে বিমানে দুজন চিকিৎক ছিলেন। তাঁরা সন্তান প্রসবে সহায়তা করেন। এরপর ফ্লাইটটি আমস্টারডামে থামে। সেখানেই মা ও শিশুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালর এক মুখপাত্র জানিয়েছেন, নেদারল্যান্ডে নামার আগেই তাঁর পেটে ব্যাথা হতে শুরু করে। এরপর তিনি টয়লেটে যান। আর এরপরই অবাক করা ব্যাপার। দুবারের চেষ্টাতেই শিশু সন্তান তার হাতে চলে আসে।এদিকে তামারা নাকি জানতেন না তিনি গর্ভবতী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের টিম সবরকমভাবে চেষ্টা করেছেন মা ও শিশু যাতে সুস্থ থাকে। তারা আপাতত মাদ্রিদে যাবেন বলে খবর।এদিকে ওই প্লেনে দুজন চিকিৎসক ও এক নার্স ছিলেন। তারা সবরকম সহায়তা করেছেন। তবে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে। এয়ারলাইন্সের তরফ থেকে একথা জানানো হয়েছে।আর সদ্য জন্মানো শিশুর নাম রাখা হয়েছে ম্য়াক্সিমিলিয়ানো। কারণ ওই প্লেনে মহিলার পাশে যে যাত্রী বসেছিলেন তিনি বাচ্চা প্রসবের ক্ষেত্রে সবরকম সহায়তা করেন। তার নামেই নাম রাখা হয়েছে শিশুর।মাঝ আকাশে এই সন্তান প্রসবের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুস্থ থাকুক মা ও শিশু। এমনটাই শুভ কামনা জানাচ্ছেন সকলে।