বাংলা নিউজ > ঘরে বাইরে > Woman Workers' Rules: দিনের এই ১১ ঘণ্টা মহিলাদের কাজ করানো যাবে না এই রাজ্যে, লাগবে লিখিত অনুমতি
লিখিত অনুমতি লাগবে। তবেই সন্ধ্য সাতটা থেকে সকাল ছ'টার মধ্যে মহিলা কর্মীদের কাজ করানো যাবে। মহিলারা যদি সেই সময় কাজ করতে🍒 রাজি না হন, তাহলে তাঁদের কোনওভাবে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। সরকারি কারখানায় কর্মরত মহিলা কর্মীদের ক্ষেত্রে এমনই নি𝔉র্দেশ জারি করল উত্তরপ্রদেশ সরকার।
- যে মহিলা কর্মীরা সন্ধ্যা সাতটা থেকে সকাল ছ'টার মধ্যে কাজ করবেন, তাঁদের জন্য সংস্থাকে গাড়ির বন্দোবস্ত করে দিতে হবে। বাড়ি থেকে কারখানা পর্যন্ত নিয়ে আসতে হবে। দিয়ে আসতে হবে।
- যে মহিলা কর্মীরা সন্ধ্যা সাতটা থেকে সকাল ছ'টার মধ্যে কাজ করবেন, তাঁদের বিনামূল্যে খাবারের বন্দোবস্ত করতে হবে।
- যে মহিলা কর্মীরা সন্ধ্যা সাতটা থেকে সকাল ছ'টার মধ্যে কাজ করবেন, অফিস এবং যাতায়াতের পথে তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
- মালিকপক্ষকে শৌচালয়, পোশাক পরিবর্তনের জায়গা এবং আলোর বন্দোবস্ত করতে হবে।
আরও পড়ুন: Army: সেনাবাহিনীতে প্রথমবার নিযুক্ত হলেন মহিলা হেলিকপ্♒টার পাইলট, জেনে নিন পরিচয়
- সন্ধ্যা সাতটা থেকে সকাল ছ'টা পর্যন্ত পুরো কারখানা বা কোনও নির্দিষ্ট বিভাহ ন্যূনতম চারজন মহিলাকে কাজ করতে হবে।
- মহিলা কর্মীদের জন্য কী সুযোগ-সুবিধার বন্দোবস্ত করা হয়েছে, তা যাচাইয়ের জন্য স্থানীয় এলাকার কারখানার ইনস্পেকটরকে জানাতে হবে মালিক কর্তৃপক্ষকে।
- ডিসপ্লে বোর্ডের মাধ্যমে মহিলা কর্মীদের তাঁদের অধিকারের বিষয়ে জানতে পারবেন।
- কোনও নির্দেশ লঙ্ঘন করা হলবে ওই কারখানার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।
পরবর্তী খবর