জিম করবেট টাইগার রিজার্ভে আবারও বাঘের হানায় মৃত্যর ঘটনা ঘটল। রবিবার সন্ধ্যায় করবেট টাইগার রিজার্ভের ধেলা রেঞ্জে বাঘের হানায় মৃত্যু হয়েছে এক মহিলার। এ নিয়ে গত দুদিনের মধ্যে এ🦹ই অঞ্চলে বাঘের হানায় দুজনের মৃত্যু হল এবং চলতি মাসে উত্তরাখণ্ডে বন্যপ্রাণীর আক্রমণে এ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার যে মহিলার মৃত্যু হয়েছে তাঁর নাম দুর্গা দেবী (৪৫)।
আরও পড়ুন: মৎস্যজীবীকে টেনে নিয়ে জঙ্গলে গেল বাঘ, সুন্দরবনে⛦ কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু
জানা গিয়েছে, দুর্গা দেবী গ্রামবাসীদের সঙ্গে বিকেল ৪ টের দিকে রিজার্ভের ভি𓆏তরে জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। তখন একটি বাঘ তাঁকে আক্রমণ করে এবং জঙ্গলে টেনে নিয়ে যায়। ধেলা রেঞ্জার অজয় ধিয়ানি বলেন, বনকর্মীরা তখন ২০ থেকে ৩০ রাউন্ড গুলি বাতাসে চালানোর পর বাঘটিকে ভয় দেখাতে সক্ষম হন। যার ফলে তারা রিজার্ভের কোর জোনের ৪ কিমি ভিতর থেকে দুর্গার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর একা থাকতেন দুর্গা। তাঁর একটি মেয়ে বিবাহিত। করবেট টাইগার রিজার্ভের ডিরেক্টর ধীরাজ পাণ্ডে জানান, বন বিভাগ বাঘের হানা রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য এলাকায় ক্যামেরা বসানো হয়েছে। দুর্গার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, করবেট রিজার্ভের ভিতরে ঢুকে যাওয়ার ফলে বাঘের হানায় মানুষের মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। এর আগে ২৩ ডিসেম্বর ধেলা রেঞ্জে বাঘের হানায় এক মহিলার মৃত্যু হয়েছিল। ওই মহিলার নাম ছিল অনিতা দেবী (৩২)। তিনি জঙ্গলের পাশে মাঠে ঘাস কাটছিলেন। তখন ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বাঘ তাঁকে আক্রমণ করে 🔯এবং টেনে নিয়ে যায়। খবর পেয়ে বনকর্মীরা পৌঁছে কয়েক রাউন্ড গুলি চালিয়ে বাঘের মুখ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে।
তারও একমাস আগে ২৪ নভেম্বর করবেট টাইগার রিজার্ভের ঢিকালা রেঞ্জে বাঘের হামলায় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। তিনি জঙ্গলে সোলার বেড়ার কাজ ক𒁏রছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন শ্রমিক ছিল। তখন একটি বাঘ তার ওপর হামলা চালায়। তার জেরে ওই শ্রমিকের মৃত্যু হয়েছিল।
তারও আগে ১২𒀰 নভেম্বর করবেট রিজার্ভে একটি বাঘের হামলায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। প্রসঙ্গত, করবেটের ঢিকালা জোনের এলাকাটি বর্তমানে নিরাপত্তার জন্য পর্যটকদের সাফারি বন্ধ রয়েছ🔜ে। ওই এলাকায় নজরদারি করা হচ্ছে।