টানা তৃতীয়বার চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পা⛄দক হলেন শি জিনপিং। এর ফলে মাও জেদংয়ের পর চিনা কমিউনিস্ট পার্টির 𝄹ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন জিনপিং। রবিবার চিনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি জিনপিংকে আরও পাঁচ বছরের জন্য দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করে।
তৃতীয়বারের জন্য চিনের সর্বোচ্চ নেতা হওয়া পর জিনপিং আজ বলেন, ‘আপনি আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ ♋জানাতে চাই।’ তিনি আরও বলেন, ‘আপনাদের আস্থা প্রমাণ করার জন্য আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করব। এর জন্য আমরা পার্টি এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’ উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত পার্টি কংগ্রেসের ২ হাজার ৩০০ জন প্রতিনিধি জিনপিংয়ের পক্ষে মত দেন। এই আবহে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের জন্য জিনপিংই চিনের প্রেসিডেন্ট হচ্ছেন। উল্লেখ্য, ২০তম কংগ্রেসে ২০৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গড়ে তোলা হয় প্রথমে। সেই কম♌িটিতে অধিকাংশ জিনপিং ঘনিষ্ঠ। সেই কমিটি পার্টির নেতা হিসেবে জিনপিংয়ের নামে শিলমোহর দেয়।
উল্লেখ্য, চিনের💦 রাজনীতিতে এতদিন ধরে অলিখিত ভাবে দুই টার্মের অবসর নীতির প্রচলন ছিল। তবে এবার জিনপিংয়ের জন্য সেই প্রথা ভাঙা হল। এদিকে চিনের সরকারি অবসরের বয়স – ৬৯ পার করা বহু জিনপিং ঘনিষ্ঠ নেতা স্থান পেয়েছেন কেন্দ্রীয় কমিটিতে। লি কিয়াং, লি শি, ডিং জুয়েশিয়াং এবং কাই কিউকে চিনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন জিনপিং। নতুন পলিটব্যুরোর স্থায়ী ক𒁃মিটিতে ওয়াং হুনিং, এবং দুর্নীতিবিরোধী প্রধান ঝাও লেজি।