প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন যোগী আদিত্যনাথ। এদিকে ভোটে হেরেও যোগীর 🐈ডেপুটি পদে থাকলেন কেশব প্রসাদ মৌর্য। তাঁর সঙ্গে যোগীর অপর ডেপুটি হলেন ব্রজেশ পাঠক।🔯 এর আগে কেশবের সঙ্গে যোগীর দ্বিতীয় ডেপুটি ছিলেন দীনেশ শর্মা। তবে এবার তিনি পদ খোয়ালেন। এবারের যোগী মন্ত্রিসভায় প্রথমবার মন্ত্রী হয়েছেন ৩১ জন। বাদ পড়েছেন পুরোনো ২২ জন মন্ত্রী। পুরোনো মন্ত্রীদের মধ্যে✨ ২১ জন নিজেদের পদ ধরে রেখেছেন।
এদিন লখনউতে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে ꧂শপথগ্রহণ অনুষ্ঠানটি হয়। বিজেপি শাসিত রাজ্যগুলির সমস্ত মুখ্যমন্ত্রীরা আজ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী, শিল্পপতি এবং অন্যান্য রাজ্যের মন্ত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুরাগ ঠাকুর, মুখতার আব্বাস নকভি, নরেন্দ্র সিং তোমর, ধর্মেন্দ্র প্রধান, নীতিন গড়করি, পীযূষ গয়াল, ভূপেন্দ্র যাদব, মহেন্দ্র নাথ পাণ্ডে, স্মৃতি ইরানি, হরদীপ সিং পুরী, অন্নপূর্ণা যাদব, এবং শোভা করঞ্জলে উপস্থিত ছিলেন আজ।
উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবারও সরকার গড়ে বিজেপি। তবে এবার কেশব প্রসাদ মৌর্যসহ মোট ১০ জন মন্ত্রী হেরে যান নির্বাচন🌺ে। জানা যায়, সমাজবাদী পার্টি প্রার্থী পল্লবী প্যাটেলের কাছে সিরাথু কেন্দ্র থেকে হেরে যান যোগীর ডেপুটি তথা উত্তরপ্রদেশে বিজেপির প্রাক্তন রাজ্য সভ💦াপতি। তখন থেকেই কানাঘুষো, জল্পনা চলছিল কেশবের ভবিষ্যত নিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেসবকে যোগীর ডেপুটি করা নিয়ে দল বিভিক্ত ছিল। তবে এত কিছুর মাঝে শেষ পর্যন্ত যোগীর ডেপুটি পদে ঠাঁই পেলেন কেসব।